সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
নেপাল থেকে নিরাপদে ঢাকায় ফিরলেন ফুটবলাররা | চ্যানেল খুলনা

নেপাল থেকে নিরাপদে ঢাকায় ফিরলেন ফুটবলাররা

বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে নেপাল থেকে নিরাপদে ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার, কোচিং স্টাফ, কর্মকর্তা ও ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরা। বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটে ফ্লাইটটি কুর্মিটোলায় অবতরণ করে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ফিফার আন্তর্জাতিক বিরতিতে বাংলাদেশ জাতীয় দল নেপালে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়েছিল। প্রথম ম্যাচটি গোল শূন্য সমতা হয়। নেপালের রাজনৈতিক অস্থিরতার কারণে দ্বিতীয় ম্যাচটি বাতিল করা হয়। কিন্তু আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় দেশে ফিরতে পারছিলেন না জামাল ভূঁইয়ারা। হোটেলে আটকা ছিলেন তারা।

বাংলাদেশ ও নেপাল ফুটবল দলের অবস্থানরত হোটেলের সামনে বিক্ষোভ কর্মসূচি, অগ্নি সংযোগ করা হয়। এমনকি নেপালের পলাতক নেতারা ওই হোটেলে অবস্থান করছেন ভেঙে বিক্ষোভকারীরা গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এতে আতঙ্কিত হয়ে পড়েছিলেন ফুটবলার ও স্টাফরা।

বুধবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সরকার ও বিমান বাহিনীর সহায়তায় তাদের দেশে আনা হলো। বুধবার থেকে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর সচল হয়েছিল। বৃহস্পতিবার সকালে খেলোয়াড় ও স্টাফরা সেখানে পৌছে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

বাংলাদেশের ফুটবলার, স্টাফ ও সাংবাদিকদের নিরাপদে বিমানে ওঠা নিশ্চিত করতে নেপালে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাফুফে, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুরোধে বিমান বাহিনী খেলোয়াড়দের ফিরিয়ে আনতে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করতে সম্মত হয়।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

১২ বছর পর থাইল্যান্ডের সামনে বাংলাদেশ

ভালো শুরুর পরও ৩০০ করতে না পারার আফসোস বাংলাদেশের

বাংলাদেশ ম্যাচে বাজে আচরণে আইসিসির শাস্তি পেলেন লঙ্কান ক্রিকেটার

র‍্যাঙ্কিংয়ে বড় লাফ রিশাদের, মিরাজ- নাসুমের উন্নতি

হংকং ম্যাচে ড্র করে র‍্যাঙ্কিংয়ে এগোল বাংলাদেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।