সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
নির্মুল হবে মাদক আর সবুজে সবুজে ভরবে ডুমুরিয়া | চ্যানেল খুলনা

নির্মুল হবে মাদক আর সবুজে সবুজে ভরবে ডুমুরিয়া

ডুমুরিয়া প্রতিনিধিঃ সবুজে সবুজে ভরে যাবে ডুমুরিয়া। রাস্তাঘাট, খেলার মাঠ, শিক্ষা প্রতিষ্ঠানে রোপন করা হবে গাছের চারা। একই সাথে নির্মুল হবে মাদক। আর এ কর্মসুচী বাস্তবায়নে অক্টোবর মাস ব্যাপি কার্যক্রম পরিচালনা করবে উপজেলা প্রশাসন।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে জানা গেছে, মাদক নির্মুল ও গ্রিন বেল্ট প্রকল্প বাস্তবায়নে মাঠে নেমেছেন উপজেলা প্রশাসন। অক্টোবর মাস ব্যাপি পৃথক পৃথক ভাবে উপজেলার ১৪টি ইউনিয়নে এর কার্যক্রম পরিচালিত হবে। কার্যক্রমের মুল লক্ষ্য অনুযায়ী মাদকের বিরুদ্ধে থাকবে কঠোর অবস্থান। পাড়া বা মহল্লায় মহল্লায় থাকবে নজরদারি। মাদকের সাথে সম্পৃক্ত কোন লোক রেহাই পাবেন না এ অভিযানে। তবে অভিযানের আগে প্রত্যেক ইউনিয়নে অবিহিত করণের লক্ষ্যে আয়োজন করা হবে সভা সমাবেশ। আর ওই সমাবেশে মাদককে পরিহারের আহবান জানানোর পাশাপাশি বিতরণ করা হবে গাছের চারা। প্রত্যেক
ইউনিয়নের জন্য বরাদ্দ করা হয়েছে ১৫ হাজার চারা। থাকবে ফলদ, বনজ, ভেষজ ও ঔষধি চারার সমাহার। ইউনিয়নের প্রতিটি রাস্তাঘাট, খেলারমাঠ, শিক্ষা প্রতিষ্টান, মসজিদ, মন্দিরে রোপন করা হবে ওই চারা। আর এগুলো রক্ষণা-বেক্ষণে প্রতিষ্টানসহ যুব সমাজকে দায়িত্ব দেওয়া হবে।
এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম বলেন, বর্তমান সরকার ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দেশ ব্যাপি মাদক বিরোধী ও গ্রিন বেল্ট প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। ডুমুরিয়া
উপজেলায় অক্টোবর মাস ব্যাপি চলবে এ কার্যক্রম। আমরা দু’টি লক্ষ্য নিয়ে এ কর্মক্রম পরিচালনা করবো। যার একটি হল মাদক মুক্ত সমাজ গঠন করা আর অন্যটি হল গ্রিন বেল্ট তৈরী করা। উপজেলার কোথায় কোন মাদকের চিহ্ন রাখা হবে না। অভিযান পরিচালনা করে মাদক সেবনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে
একটি বাসযোগ্য পৃথিবী গড়তে গাছের বিকল্প নেই। তাই ইউনিয়ন ব্যাপি সভা সমাবেশের মাধ্যমে গাছের চারা বিতরণ ও রোপন করা হবে। ডুমুরিয়ার রাস্তাঘাট,খেলারমাঠসহ সকল খোলা জায়গায় আমরা গাছ লাগাতে পারলে একদিন এই জনপদটি সবুজ বেষ্টুনিতে পরিনত হবে।

https://channelkhulna.tv/

কৃষি ভাবনা আরও সংবাদ

গবেষণার মাধ্যমে দক্ষতা, চিন্তাশক্তি ও ক্যারিয়ার গঠনের ওপর গুরুত্বারোপ

ডুমুরিয়ায় ধুন্দল চাষে ভালো ফলনে কৃষকের মুখে হাসি।

সাংবাদিক ফকির শহিদের বাইপাস সার্জারি সম্পন্ন, দোয়া কামনা

পূর্ব সুন্দরবনে হরিণ ধরার ফাঁদসহ একজন আটক

‘ওপরের নির্দেশেই নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যা’, মুখ খুলতে শুরু করেছে ইসরায়েলি সেনারা

ডুমুরিয়ায় বেসরকারি ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।