চ্যানেল খুলনা ডেস্কঃবাগেরহাটের ফকিরহাট উপজেলায় নিখোঁজের দুইদিন পর এক বুদ্ধি প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম তাসিম বিল্লাহ (১৭)।সোমবার (২৫ নভেম্বর) সকাল ৭টায় পাইকপাড়া গ্রামের বড় মসজিদ সংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তাসিম বিল্লাহ পাইকপাড়া গ্রামের আবু মুসার ছেলে। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনম খায়রুল আলম জানান, তাসিম গত শনিবার বিকাল থেকে নিখোঁজ ছিল। তার পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। সে বুদ্ধি প্রতিবন্ধী ছিল। পরে আজ সকালে বাড়ির পাশে পুকুরে এলাকাবাসী মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাসিমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।


