নারী ও কিশোরীদের তথ্যের প্রবেশ অধিকার ও নিরাপত্তা বিষয়ক কমিউনিটি ফোরমগঠন সংক্রান্ত সভা খুলনার একটি অভিজাত হোটেলে সকাল দশটায় অনুষ্ঠিত হয়।
কলাবরেশন ল্যাব প্রজেক্ট রাউন্ড ৩ এর আওতায় ধ্রুব এলায়েন্স (ধ্রুব ,সিডাব্লিউএফ, সি এম কে এস,ও দৈনিক প্রবাহ)’র সার্বিক ব্যবস্থাপনায়, দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে, ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল 19 এর সহযোগিতায় “নারী ও কিশোরীদের তথ্যের প্রবেশ অধিকার ও নিরাপত্তা বিষয়ক কমিউনিটি ফোরমগঠন সংক্রান্ত সভায় নারী ও কিশোরীদের মধ্য থেকে 7 সদস্য বিশিষ্ট একটি কমেন্টটি ফোরাম গঠন করা হয়।
উক্ত অনুষ্ঠানে খুলনা মহানগরের বিভিন্ন ওয়ার্ডের মহিলা ও স্কুল কলেজ পড়ুয়া ৩৫ জন মেয়েদের উপস্থিতিতে নারীদের সুরক্ষা বিষয়ক লিডারশিপ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
এলায়েন্স এর টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক এর দিকনির্দেশনা এবং এডভোকেসি এন্ড কমিউনিকেশন অফিসার ইভানা আফরিন এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধ্রুব,সি ডব্লিউ এফ ,সিএমকে এবং দৈনিক প্রবাহের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ