সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
নারী এশিয়ান কাপ বাছাইয়ে প্রতিপক্ষ কারা জানল বাংলাদেশ | চ্যানেল খুলনা

নারী এশিয়ান কাপ বাছাইয়ে প্রতিপক্ষ কারা জানল বাংলাদেশ

বাংলাদেশ আগামী এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বে মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তানের সঙ্গে ‘সি’ গ্রুপে পড়েছে। আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ড্রয়ের মাধ্যমে এই গ্রুপ নির্ধারণ করা হয়েছে।

৩৪টি দলকে ছয়টি চার দলের গ্রুপ ও দুটি পাঁচ দলের গ্রুপে ভাগ করা হয়েছে। বাছাইপর্ব অনুষ্ঠিত হবে কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, জর্ডান, মিয়ানমার, তাজিকিস্তান, থাইল্যান্ড, উজবেকিস্তান ও ভিয়েতনামে।

বাংলাদেশের জন্য এটি কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে। ফিফা র‍্যাঙ্কিংয়ে গ্রুপের অন্য দলগুলোর চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ১৩৩তম র‍্যাঙ্কিংয়ে থাকা বাংলাদেশ কেবল তুর্কমেনিস্তানের (১৪১তম) চেয়ে এগিয়ে আছে। মিয়ানমার ৫৫তম র‍্যাঙ্কিং নিয়ে গ্রুপের সেরা দল, আর বাহরাইন আছে ৯২তম স্থানে।

গ্রুপ ‘এ’ তে ইরান, জর্ডান, লেবানন, সিঙ্গাপুর ও ভুটান খেলবে। গ্রুপ ‘বি’ তে রয়েছে থাইল্যান্ড, ভারত, মঙ্গোলিয়া, তিমোর-লেস্তে ও ইরাক।

গ্রুপ ‘ডি’ তে চীনা তাইপে, ইন্দোনেশিয়া, কিরগিজ প্রজাতন্ত্র ও পাকিস্তান লড়বে। গ্রুপ ‘ই’ তে ভিয়েতনাম, গুয়াম, সংযুক্ত আরব আমিরাত ও মালদ্বীপ প্রতিদ্বন্দ্বিতা করবে।

গ্রুপ ‘এফ’ এ রয়েছে উজবেকিস্তান, নেপাল, লাওস ও শ্রীলঙ্কা। গ্রুপ ‘জি’ তে ফিলিপাইন, হংকং, চীন, কম্বোডিয়া ও সৌদি আরব খেলবে। গ্রুপ ‘এইচ’ এ থাকবে উত্তর কোরিয়া, মালয়েশিয়া, ফিলিস্তিন ও তাজিকিস্তান।

বাছাইপর্বের খেলা ২৩ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। আটটি গ্রুপের শীর্ষ দল চূড়ান্ত পর্বে উঠবে, যেখানে তারা বর্তমান চ্যাম্পিয়ন চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে খেলবে। টুর্নামেন্টের মূল পর্ব ২০২৬ সালের ১ থেকে ২৬ মার্চ পর্যন্ত তিনটি শহরে অনুষ্ঠিত হবে।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

আবার ‘আন্ডাররেটেড’ তাইজুলের বন্দনায় মুখর তামিম

বাবর না কোহলি-বেতন বেশি কার?

সিলেট স্টেডিয়ামে খেলা চলাকালীন বিসিবি কর্মকর্তার মৃত্যু

সিলেট টেস্টের প্রথম দিনে জিম্বাবুয়ের দাপট

মুশফিকদের নিয়ে জন্মদিন উদযাপন হেড কোচ সিমন্সের

অনন্যাকে নগ্ন ছবি পাঠাতেন ক্রিকেটাররা!

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।