দলিত, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের শিক্ষা, স্বাস্থ্য অধিকার, ঋতুকালীন স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ পানি পয়ঃনিষ্কাশন এবং যুবক ও যুবতীদের প্রশিক্ষণসহ বিভিন্ন ধরনের সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম এর লক্ষ্যে ঈঙঊ এর অর্থায়নে, দালিত সংস্থা ওহঐঅঝচ প্রকল্পের আওতায় “নারীদের জন্য শাক-সবজি,ফলজ এবং ঔষধি গাছের বাগান পরিচর্যা প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ” অনুষ্ঠান এর আয়োজন করে। ২৮.০৭.২০২৫ ইং তারিখ সোমবার সকাল ১০:০০ ঘটিকায় পল্লী দলিত সংস্থার অডিটোরয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব শিবপদ দাশ, সাধারন সম্পাদক, পিডিএস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রভাষ কুমার দাশ, আয়ুর্বেদ চিকিৎসক, দলিত ।
এ অনুষ্ঠান পাইকগাছা উপজেলায় ১ নং হরিঢালী ইউনিয়নে বসবাসরত দলিত, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের সুস্বাস্থ্য নিশ্চিত করনে এবং ঔষধি বাগান এর সম্প্রসারন ও ব্যবহার বৃদ্ধিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দলিত, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত ৪০ জন নারীদের মাঝে ১৩ টি গাছ (আমলকি, হরিতকি, বহেড়া, নিম, আম, পেয়ারা, ঘৃতকুমারি, অশ^গন্ধা, সর্পগন্ধ্যা, চুই, শতমূল, অনন্তমূল,শে^তমূল) বিতরণ করা হয়।দলিত, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের সুস্বাস্থ নিশ্চিত করনে এবং ঔষধি বাগান এর সম্প্রসারন এ দলিত সংস্থা কাজ করে যাবে বলে আশ্বাস প্রদান করেন।
এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কৃষ্ণপদ দাশ, অ্যাডমিন এন্ড ফিন্যান্স, ওহঐঅঝচ প্রকল্প, দলিত, অমল কৃষ্ণ দাশ, কোষাধ্যক্ষ, পিডিএস, সোনিয়া রহমান, প্রোগ্রাম অর্গানাইজার, ওহঐঅঝচ প্রকল্প, দলিত; কবরী দেবনাথ, হেল্ধসঢ়;থ অর্গানাইজার, ওহঐঅঝচ প্রকল্প, দলিত, জগদীশ দাশ, অ্যাডমিন অফিসার, পিডিএস, অরুন দাশ প্রমুখ।