সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
নাগরিক সেবা নিশ্চিতে কেসিসির উদাসিনতা :খুলনা বিএনপির গভীর উদ্বেগ ও ক্ষোভ | চ্যানেল খুলনা

নাগরিক সেবা নিশ্চিতে কেসিসির উদাসিনতা :খুলনা বিএনপির গভীর উদ্বেগ ও ক্ষোভ

মহানগরীর বিভিন্ন এলাকার অসমাপ্ত রাস্তার কাজ সমাপ্ত, ডেঙ্গু নির্মূলে আগেভাগে কার্যকর পদক্ষেপ গ্রহন, অবৈধ ইজিবাইক প্রবেশ বন্ধে দাবি জানালেও খুলনা সিটি কর্পোরেশনের উদাসিনতায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা বিএনপির নেতৃবৃন্দ। তারা বলেন, গত ২৭ এপ্রিল এসব দাবিতে বিবৃতি প্রদান করলেও কেসিসি কর্তৃপক্ষ কোন ধরণের দায়িত্বশীল কার্যক্রম পরিচালনা করেনি। সিটি কর্পোরেশনের জবাবদিহিতা না থাকার কারণে নগরীর অধিকাংশ সড়কের বেহাল দশায় নগরীতে যানজট লেগেই থাকে।

ওই বিবৃতিতে বর্ষা মৌসুমের আগেই প্রাণঘাতী ডেঙ্গু নির্মূলে কার্যকর ব্যবস্থা গ্রহনে বিগত বছরগুলোর অভিজ্ঞতা মাথায় নিয়ে মৌসুমের আগেই মশক নিধনে খুলনা সিটি কর্পোরেশনকে কর্মতৎপরতা পরিচালনার দাবি জানানো হয়েছিলো কিন্তু কেসিসির ভূমিকা নগরবাসীকে রীতিমতো হতাশ করেছে। মশক নিধনে ফগার মেশিন দিয়ে সৃষ্ট ধোঁয়ার কুন্ডলীর ভেতরেই শত শত মশার জীবন্ত ওড়াওড়ি প্রমাণ করে দিচ্ছে কেসিসির ছিটানো স্প্রে মশক নিধনে কেবল অকার্যকরই নয়, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সততার ভয়াবহ ঘাটতির পরিচায়ক।

সোমবার (১৬ জুন) বিএনপির মিডিয়া সেল প্রদত্ত বিবৃতি বিএনপি নেতৃবৃন্দ আরো বলেন, সংশ্লিষ্টদের উদাসিনতায় খুলনা মহানগরীতে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিক্সার ছড়াছড়ি চলছে। নিয়ন্ত্রণহীনভাবে এসব বাহন চলাচলের কারণে রাস্তায় বিশৃঙ্খলা ও মোড়ে মোড়ে মারাত্মক যানজট সৃষ্টি হচ্ছে।

বেপরোয়া চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। খুলনা সিটি কর্পোরেশন ২ হাজার ইজিবাইক চলাচলের অনুমোদন দিলেও বর্তমানে চলাচল করছে প্রায় ২০ হাজার ইজিবাইক। লাইসেন্সকৃত রিক্সার সংখ্যা ১৭ হাজার হলেও চলাচল করে প্রায় ৩০ হাজার রিক্সা। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন নাগরিক সেবা নিশ্চিত করতে প্রশাসক নিয়োগ করা হয়েছে কিন্তু খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক শুধুমাত্র অফিসে বসে দাপ্তরিক কাজ করেন যাহা নাগরিক সেবা নিশ্চিতে বড় অন্তরায়। তাকে আরো দায়িত্বশীল হয়ে নিয়মিত নগরী ঘুরে ঘুরে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কাজ করার আহবান জানিয়েছেন। একই সাথে সড়কগুলো দ্রুত মেরামত, ডেঙ্গু নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহন, ইজিবাইক নিয়ন্ত্রনের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এড. মোমরেজুল ইসলাম প্রমূখ।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

জামায়াতের আয় সবচেয়ে বেশি, এরপর বিএনপি-জাপা

আগামী নির্বাচন বিএনপির জন্য একটি অগ্নিপরীক্ষা : মেজর হাফিজ

নির্বাচনে অংশ নেওয়া ভুল হয়ে থাকলে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাই: চুন্নু

জামায়াত আজেবাজে থিওরি দিয়ে নির্বাচন বিলম্বের চেষ্টা করছে: মেজর হাফিজ

সাহাবুদ্দীনের চেয়ে ভালো নির্বাচন না করলে ব্যর্থতার দায় ইউনূসের: ফারুক

তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক: তারেক রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।