শনিবার বেলা ১১টায় স্থানীয় শান্তিধাম মোড় এলাকায় খুলনা নাগরিক নারী ঐক্যের মহানগর শাখার এক আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নাগরিক ঐক্য নেতা প্রফেসর এ মজিদ খান, সঞ্চলনা করেন নাগরিক ঐক্য নেতা সাংবাদিক এম এন আলী শিপলু। প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্য খুলনা মহানগর শাখার আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য এ্যাড. ড. মো: জাকির হোসেন।
সভায় এ্যাড. সাকিনা ইয়াসমিনকে আহ্বায়ক ও অর্পনা দেবনাথকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন সেলিনা আক্তার, মাসুমা আক্তার হাসি, সুলতানা পারভীন, তনুশ্রী রায়, এ্যাড. কামরুন নাহার সুমনা, খাদিজা আক্তার, রাফেজা বেগম, স্বর্ণা দেবনাথ ও শর্মী দেবনাথ।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নাগরিক ঐক্য নেতা সাংবাদিক এম এ আজিম। পবিত্র গীতাপাঠ করেন নারী নেত্রী অর্পনা দেবনাথ।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, নারীর উন্নতি হলে দেশ ও জাতির উন্নতি হবে। নারীরা পুরুষের অর্ধেক। নারী-পুরুষ একে অপরের পরিপূরক। নারীদের ঘরে বসে থাকার সময় শেষ। তাদেরকে ঘর থেকে বাইরে এসে স্বাবলম্বী হতে হবে। নারীরা শুধুমাত্র পুরুষের দাসত্ব করার জন্য জন্মগ্রহণ করেনি। তাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে। খুলনা মহানগর নাগরিক নারী ঐক্যের আহ্বায়ক কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মহানগর আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য এ্যাড. ড. মো: জাকির হোসেন এ কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের নীপিড়ণ-নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আজ আমরা ভোটের অধিকার হারিয়েছি। আমাদের আর চুপ করে থাকা যাবে না। সময় এসেছে দিন বদলের। আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাব। অল্প অল্প করে আমাদের নারীনেতৃত্বের হাতকে আরও শক্তিশালী করতে হবে।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর শাখার সদস্য সচিব মোতাহার রহমান বাবু, অর্পনা দেবনাথ, সাংবাদিক এম এ আজিম প্রমুখ।
সভাশেষে নতুন কমিটির নেত্রীবৃন্দকে ও নবাগত সদস্যদের ফুলের তোড়া দিয়ে স্বাগত ও অভিনন্দন জানানো হয়।
পরিশেষে নাগরিক নারী ঐক্যের সদস্য সচিব অর্পনা দেবনাথের বাবা বিশিষ্ট ব্যবসায়ী শ্রী দুলাল কৃষ্ণ দেবনাথের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করেন। স্বর্গীয় দুলাল কৃষ্ণ দেবনাথের কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে প্রয়াতের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য নেতা এ্যাড. তরিকুল ইসলাম, এ্যাড. নজরুল ইসলাম খান, এ্যাড. এমদাদুল হক, এ্যাড. সৈয়দ মনিরুজ্জামান, এ্যাড. জি এম সাইফুল ইসলাম, এ্যাড. পূঁজা দে, মো: শরিফুল আলম প্রমুখ। -খবর বিজ্ঞপ্তি