সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
নগর স্বাস্থ্যভবনে পুননির্মিত ইপিআই জোন অফিসের উদ্বোধন করেন কেসিসি’র প্রশাসক | চ্যানেল খুলনা

নগর স্বাস্থ্যভবনে পুননির্মিত ইপিআই জোন অফিসের উদ্বোধন করেন কেসিসি’র প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার বলেছেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষার জন্য টিকাদানের গুরুত্ব অপরিসীম। যে সকল শিশুকে এখনো টিকা দেয়া হয়নি তাদের টিকাদান কার্যক্রম দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

তিনি রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে পুননির্মিত ইপিআই জোন অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ইউনিসেফ-এর সহযোগিতায় ইপিআই কোল্ড চেইন জোন অফিসটি পুননির্মাণ করা হয়। তিনি ফলক উম্মোচন ও মোনাজাতের মধ্য দিয়ে জোন অফিসের উদ্বোধন করেন। পরে তিনি ভ্যাক্সিন পরিবহনকারীদের (পোর্টার) মাঝে নিরাপদে ইপিআই ভ্যাক্সিন পরিবহনের জন্য ডাবল ক্যারিয়ার বিশিষ্ট বিশেষ সাইকেল হস্তান্তর করেন।

কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহবান জানিয়ে তিনি আরো বলেন, নগর ভবনে এসে নগরবাসী যেন কোনরূপ বিড়ম্বনার শিকার না হন সেদিকে সংশ্লিষ্ট সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং জনকল্যাণে নিবেদিত হয়ে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। দায়িত্বে অবহেলা কোনভাবে মেনে নেয়া হবে না বলে তিনি সতর্ক করে দেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনজুর মোর্শেদ। ইউনিসেফ-এর হেলথ ম্যানেজার (ইমুনাইজেশন) ডা. রিয়াদ মাহমুদ ও চাইল্ড প্রোটেকশন অফিসার মুমিনুন নেছা, কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা আক্তার বুশরা, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. শরীফ শাম্মিউল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তিনি কেসিসি পরিচালিত কবরখানায় ও শ্মশানে সমাধিস্থদের রেজিস্টারে যথাযথভাবে সংরক্ষণের উপর গুরুত্বারোপ করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

শহীদ বুদ্ধিজীবী দিবসে এমইউজে খুলনার আলোচনা সভা

কুয়েটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

খুবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

নির্বাচন বানচাল করার উদ্দেশ্যেই ওসমান হাদীর ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে

শরিফ ওসমান বিন হাদীর উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে: মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।