সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
ধর্ষণের শিকার নারীর প্রতি সংবেদনশীল হয়ে পাশে দাঁড়ানোর আহ্বান | চ্যানেল খুলনা

ধর্ষণের শিকার নারীর প্রতি সংবেদনশীল হয়ে পাশে দাঁড়ানোর আহ্বান

চ্যানেল খুলনা ডেস্কঃধর্ষণের শিকার নারীর প্রতি সংবেদনশীল হয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ভুক্তভোগীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।সোমবার (২৫ নভেম্বর) পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সুফিয়া কামাল মিলনায়তনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে পারিবারিক মূল্যবোধ গড়ে তোলার সুনিদিষ্ট কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের পাশাপাশি ধর্ষণ ও নিপীড়নের শিকার নারীকে দায়ী করার মানসিকতা পরিহার করতে সামাজিক সচেতনতামূলক কর্মসূচি পালন জরুরি। ধর্ষণের শিকার নারীর প্রতি সংবেদনশীল হয়ে পরিবার, সমাজ, রাষ্ট্রকে ভুক্তভোগীর পাশে দাঁড়াতে হবে। এছাড়া তার মানসিক শক্তি বৃদ্ধি, চিকিৎসাসহ ন্যায়বিচার প্রাপ্তিতে সহায়তা জরুরি।

বর্তমানে নারী ও কন্যা শিশুর প্রতি নির্যাতনের ধরন পরিবর্তন হয়েছে উল্লেখ করে তারা আরও বলেন, সারা বিশ্বের সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক কাঠামো দ্বারা পরিচালিত হচ্ছে। ফলে নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি এখনো আমরা দেখতে পাই। আইন শৃঙ্খলা বাহিনী, বিচার প্রক্রিয়ায় যুক্তদের জেন্ডার সংবেদনশীল দৃষ্টিভঙ্গির অভাব রয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। এতে আরও উপস্থিত ছিলেন- লিগ্যাল অ্যাডভোকেসি অ্যান্ড লবি পরিচালক অ্যাড. মাকছুদা আখতার, পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ, ঢাকা মহানগর শাখার সহসাধারণ সম্পাদক মঞ্জু ধর প্রমুখ।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বাসা থেকে জিনিসপত্র চুরির সময় ধস্তাধস্তিকালে মা-মেয়েকে খুন করেন আয়েশা: পুলিশ

ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার

বেগম রোকেয়াকে ‘কাফির-মুরতাদ’ বললেন রাবি শিক্ষক মাহমুদুল

পশ্চিম সেওতায় পাঁচ যুগের সংযোগ সড়ক বন্ধের প্রতিবাদে মানববন্ধন

দুধ দিয়ে গোসলের পরদিনই দলে ফিরলেন যুবদল নেতা

বরিশালে ব্যারিস্টার ফুয়াদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের বাগ্‌বিতণ্ডা, ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগানে ধাওয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।