
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার খুলনা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল দৌলতপুর থানার ৬ নং ওয়ার্ডের কবির বটতলা , রনি ভিলা, বাংলার মোড় , নতুন রাস্তা, সাহাপাড়া , সবুজ সংঘ, পাবলা মধ্যপাড়া, মোল্লার মোড় ,বাবলা উত্তর কারিকার পাড়া, দক্ষিণ কারিগর পাড়ায় গণসংযোগ , পথসভা ও প্রচার মিছিল করেন।
রবিবার (২৫ জানুয়ারি ) অনুষ্ঠিত এ গণসংযোগে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন। এ সময় ন্যায়ভিত্তিক সমাজ, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে হাতপাখা প্রতীকের পক্ষে ভোট প্রদানের আহ্বান জানানো হয়। পথসভায় আব্দুল আউয়াল বলেন, আমরা দেশকে ভালোবাসি। আমাদের সাথে আল্লাহ রয়েছেন। ইসলামের প্রেমিকেরা রয়েছেন, দেশপ্রেমিকেরা রয়েছেন। সারাদেশের সব শ্রেণির মানুষ এখন ইসলামী আন্দোলনকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন।’
তিনি আরো বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশে একা নয়। দেশের সম্মানিত ওলামা-একরামগণ সবাই আমাদের সাথে আছে। যারা ইসলাম ধর্মের অনুপ্রেরণা, নীতি ও শরীয়া আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে না তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মুসলমানদের জীবনের চেয়ে প্রিয় ইসলাম।’
দেশের পরিবর্তনের জন্য ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, ভালো নীতি-আদর্শের পক্ষে, মানবতার কল্যাণে হাতপাখায় ভোট দেওয়ার আহবান জানান।
গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি হাফেজ আব্দুল লতিফ , খুলনা-৩ আসনের নির্বাচন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী এস এম হাদিসুর রহমান তুষার, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর প্রচার ও দাওয়াহ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির , দৌলতপুর থানা সভাপতি মোঃ সরোয়ার হোসেন বন্দ, থানা সেক্রেটারী মোঃ আলফাত হোসেন লিটন, মোঃ নাজিম হাওলাদার নাইম ,মোঃ আমজাদ হোসেন বন্দ, মোঃ মাহমুদুর রহমান, মোঃ লাবলু তালুকদার , মোঃ রবিউল ইসলাম রবি , মোঃ জাকির হোসেন, মোঃ আবু সালেহ, ।
এছাড়াও উপস্থিত ছিলেন যুব নেতা মহাসিন হাওলাদার, ছাত্রনেতা মোঃ নুরুজ্জামান, মোঃ তানভীর হাসান নাঈমসহ অন্যান্য নেতাকর্মীরা।
গণসংযোগকালে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা গেছে ।


