সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
দেশের উন্নয়নে নারী-পুরুষ সমভাবে অবদান রাখতে হবে: তালুকদার আব্দুল খালেক | চ্যানেল খুলনা

দেশের উন্নয়নে নারী-পুরুষ সমভাবে অবদান রাখতে হবে: তালুকদার আব্দুল খালেক

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, দেশের উন্নয়নে নারী-পুরুষ সমভাবে অবদান রাখতে হবে। নারী নেতৃত্ব প্রতিষ্ঠার কারণে দেশের উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে হবে।
সিটি মেয়র রবিবার বিকেলে উমেষচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ‘‘উন্নয়ন অগ্রযাত্রায় নারীর ভূমিকা, নারীর সুস্বাস্থ্য ও জাগরণ’’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবী সংস্থা কনফিডেন্স দারিদ্র বিমোচন কল্যাণ সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়ন প্রচেষ্টায় আগামী ৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়ন এবং ৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের মর্যাদায় উন্নীত হবে। বর্তমান সরকার কর্তৃক নারীদের কল্যাণে উপবৃত্তিসহ বিভিন্ন ভাতা প্রদানের বিষয় তুলে ধরে তিনি বলেন, এ সকল কার্যক্রমের ফলে তৃণমূল পর্যায়ে নারীরা উপকৃত হচ্ছে।
সংস্থার চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম রায়হান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রুনু ইকবাল বিথার ও খুলনা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. গৌতম রায়। সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন ভারতের পশ্চিমবঙ্গ থেকে আগত জেনারেল এন্ড্রোমেট্রিওসিস সোসাইটির সেক্রেটারী ডা. প্রদীপ কুমার মিত্র ও খড়দহ মনন ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারী লিপিকা সেন চ্যাটার্জী,বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা খুলনা মহানগর শাখার সভাপতি এম এম কবির আহমেদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি এস এম নূর হাসান জনি। স্বাগত বক্তৃতা করেন সংস্থার সেক্রেটারী তাপস কুমার রায়। অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে প্রধান অতিথি ও সম্মানিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে সিটি মেয়র সংস্থাভুক্ত কর্মজীবী নারীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত

খুলনা এইচএসটিটিআইতে পেশাগত দক্ষতা উন্নয়ন ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ফুলবাড়ীগেট বাজার ব্যবসায়ীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খুলনায় যুব কাউন্সিল নির্দেশিকা চূড়ান্ত মূল্যায়ণ সভা অনুষ্ঠিত

গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের কৃতি  শিক্ষার্থীদের সংবর্ধনা 

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।