সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
দৃশ্যধারণ শেষ হলো আফরান নিশোর ‘দাগি’র | চ্যানেল খুলনা

দৃশ্যধারণ শেষ হলো আফরান নিশোর ‘দাগি’র

আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘দাগি’ সিনেমার শুটিংয়ের ক্যামেরা বন্ধ হয়েছে। সৈয়দপুর, রাজশাহী, গাজীপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে গত মঙ্গলবার সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক শিহাব শাহীন।

সম্প্রতি ‘দাগি’ সিনেমার শুটিং সম্পন্ন হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ১২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন এ নির্মাতা। ক্যাপশনে লিখেছেন, ইটস র্যাপ আপ। হ্যাশট্যাগে লিখেছেন ‘দাগি’।

সেই ভিডিওতে দেখা যায়, শুটিং শেষ হওয়ার খুশিতে নির্মাতাসহ অন্যান্য কলাকুশলীরা দারুণ উচ্ছ্বসিত। সবাই একসঙ্গে হাত উঁচু করে, ‘ভি’ চিহ্ন দেখিয়ে সমস্বরে বলে ওঠেন, ‘র্যাপ আপ’!

এরপর নিশো মজা করে বলেন, সব মুখের ঝগড়ার সমাপ্তি। এখন থেকে হাতাহাতি হবে!

জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।

সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, শিহাব শাহীন ‘দাগি’ সিনেমায় একটি চমৎকার গল্প নিয়ে হাজির হয়েছেন এবং এই গল্পের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আফরান নিশো। একটি ভালো গল্প নির্ভর চলচ্চিত্র হিসেবে ‘দাগি’ নির্মাণে পরিচালকের চাহিদা অনুযায়ী আমরা সর্বোচ্চ সরবরাহের চেষ্টা করেছি। আমি মনে করি ‘দাগি’ সিনেমাটি পরিচালক শিহাব শাহীনের সেরা নির্মাণ হতে যাচ্ছে। ‘দাগি’র পুরো টিম এই সিনেমার জন্য সর্বোচ্চটা দিয়েছে, যা বড় পর্দায় দর্শকদের মুগ্ধ করবে। ঈদে ‘দাগি’র পাশাপাশি অনেক সিনেমা আসছে। সবার জন্য আমার শুভকামনা।

তিনি আরও বলেন, ‘দাগি’ নিয়ে আমি একদমই চিন্তিত নই। কারণ আমি দেখেছি বাংলাদেশের মানুষ গল্প নির্ভর সিনেমা দেখতে চায় এবং ‘দাগি’ একটি অসাধারণ গল্পের সুনির্মাণ। শিহাব শাহীনের মতো পরীক্ষিত পরিচালক যখন আফরান নিশোর মতো অভিনেতাকে নিয়ে সিনেমা নির্মাণ করে, সেই সিনেমা নিয়ে প্রযোজক হিসেবে আমার চিন্তিত হবার কিছু নেই।

গত বছরের ডিসেম্বরে ‘দাগি’ সিনেমার শুটিং শুরু হয়। সেই সময় আফরান নিশো বলেছিলেন, আমি সব সময় গতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে চাই। যেখানে গল্পটাও একটা চরিত্র হবে। সেই দিক থেকে ‘দাগি’র গল্প আমার খুব ভালো লেগেছে। দর্শকদের জন্য বেশে উপভোগ্য হবে সিনেমাটি।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তার অভিনয়ে মুগ্ধ দর্শকরাও। সেই ধারাবাহিকতা তিনি ধরে রেখেছেন বড় পর্দাতেও। তার অভিনীত প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ দর্শক ও সমালোচক দ্বারা ব্যাপক প্রশংসিত হয়। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন তমা মির্জা। ‘দাগি’ নিশোর দ্বিতীয় সিনেমা। এতেও নিশোর নায়িকা হয়েছেন তমা।

আফরান নিশো ও তমা মির্জা ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, রাশেদ মামুন অপু প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

জায়েদ খানকে অভিনেত্রী বললেন ‘আমি মা হতে চাই’

মৃত্যুর রাতে কাকে শেষ মেসেজ দেন শেফালি

শাকিব খানকে ‘মেগাস্টার’ বলতে আপত্তি জাহিদ হাসানের

মুরাদনগরের বীভৎস ঘটনায় তারকাদের প্রতিবাদ

আত্মহত্যার চেষ্টা করেছে হিরো আলম

মৌসুমী নুসরাত সাবিলা নূরসহ ২৫ তারকার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।