বাংলাদেশ হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, এই ভূমিতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করেছে। আমাদের বাবা-মায়েরা যেমন একসাথে থেকেছেন, তেমনি আমরাও মিলেমিশে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চাই।
বুধবার (১ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার মহানবমী উপলক্ষে নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। শফিকুল আলম মনা আরও বলেন, বাংলাদেশ আমাদের সবার, এখানে কোনো বিভাজন নেই। আমরা সবাই মিলে এই দেশকে নতুনভাবে গড়তে পারি। এজন্য দরকার ঐক্য, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধা। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে বাংলাদেশ হবে সত্যিকারের শান্তি ও সম্প্রীতির দেশ। তিনি উপস্থিত পূজারীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “দুর্গোৎসব কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের সামাজিক বন্ধন ও মিলনের উৎসব। এখানে আমরা একসাথে আনন্দ করি, একসাথে কাজ করি—এই হোক আমাদের অঙ্গীকার।” তিনি হিন্দু ধর্মাবলম্বীদের বিজয়া দশমী’র অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর কৃষক দলের আহবায়ক সজিব তালুকদার, মেশকাত আলী, হাবিবুর রহমান, কাজী শান্টু, মোহাম্মদ লিটন, স্বেচ্ছাসেবক দল নেতা গোলাম কিবরিয়া, রায়হান বিন কামাল, এজাজ আহমেদ, রবিউল ইসলাম, বাবুসহ ওয়ার্ড ও থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।