সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ মানুষের ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক অধিকার কেড়ে নিয়েছিল | চ্যানেল খুলনা

দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ মানুষের ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক অধিকার কেড়ে নিয়েছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারিজেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নতুন স্বাধীনতার পর এবারেরঈদ নতুন একটি আবহে উদযাপিত হয়েছে। দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ মানুষের ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক অধিকার কেড়ে নিয়েছিল। আওয়ামী জুলুমের অবসানে যারা রক্ত দিয়েছেআমরা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং আহত পঙ্গুত্ববরণকারীদের সুস্থতার জন্য আল্লাহরকাছে দোয়া করছি।’

তিনি বলেন, ‘দেশে আইনের শাসন কায়েম করে খুন, ধর্ষণ, চাঁদাবাজিএসব বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এছাড়াও আগামী নির্বাচনে ইসলামী রাষ্ট্রকায়েমের জন্য ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’ তিনি বলেন,‘কোন ষড়যন্ত্র জামায়াতের অগ্রযাত্রা থামাতে পারবে না। জামায়াত তার অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাবেইনশাআল্লাহ।’ তিনি বলেন, আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই। যেখানে হিন্দুমুসলিম কিংবা মেজরিটি মাইনরিট বলে কিছু থাকবে না। দু:শাসন এবং জুলুমের কারণেআপনাদের মুখ দেখতে পারিনি। আজ প্রাণখোলে দেখতে চাই। তিনি বলেন, ‘মাহে রমযানেরশিক্ষাকে কাজে লাগিয়ে বাকি ১১ মাস আমাদেরকে সুন্দরভাবে চলতে হবে। তাকওয়াপূর্ণ সমাজবিনির্মাণে জামায়াত কর্মীদেরকে নিরলসভাবে কাজ করে যেতে হবে। মায়া-মমতা ও ভালোবাসাভরা সমাজ কায়েমে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য তিনি সংগঠনের কর্মীদের প্রতি আহ্বানজানান।’

বুধবার (২ এপ্রিল) খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়ন জামায়াতেইসলামীর উদ্যোগে বানিয়াখালী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথিরবক্তৃতায় তিনি এ সব কথা বলেন। এডভোকেট আবুল খায়েরের সভাপতিত্বে ও হারুনুররশিদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা আমীরমাওলানা এমরান হুসাইন, সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুলইসলাম ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেনডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মুখতার হুসাইন, নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান,সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, ড. একরাম উদ্দিন সুমন, সরদার আব্দুল ওয়াদুদ, মাওলানাআজহারুল ইসলাম, মাওলানা আব্দুল হাকিম, এস এম মাহবুবুর রহমান প্রমুখ।

অপরদিকে ঈদ উল ফিতরের পরের দিন (১ এপ্রিল) মঙ্গলবারসকাল সাড়ে ৭টায় ঢাকাস্থ ডুমুরিয়া-ফুলতলা কল্যাণ পরিষদের উদোগ্যে সরকারি শাহ্পুরমধুগ্রাম কলেজ অডিটরিয়ামে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

ঈদ পূনর্মিলনী পরিষদের সভাপতি সরদারআবদুল ওয়াদুদের সভাপতিত্বে ও জেলাকর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্যার পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেনসেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এতে বিশেষ অতিথি ছিলেনকেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য খুলনা জেলাআমীর মাওলানা এমরান হুসাইন, সেক্রেটারি মুন্সিমিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সিমঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও অধ্যক্ষ গাওসুল আযম হাদী, জেলা কর্মপরিষদসদস্য শেখ সিরাজুল ইসলাম, অধ্যাপক গোলামমোস্তফা আল মুজাহিদ, হাফেজ আমিনুলইসলাম, আশরাফুল আলম, জেলা ছাত্রশবিরসভাপতি ইউসুফ ফকির, পরিষদের সেক্রেটারি মাওলানাআব্দুল কাইয়ুম আল ফয়সাল, ড. একরাম উদ্দিন সুমন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডুমুরিয়াউপজেলা আমীর মওলানা মুখতার হুসাইন ফুলতলা উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলিম মোল্যা,ডুমুরিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, শেখ মিজানুর রহমান, মাওলানা কামারুজ্জামান,ড. মাওলানা আমিনুল ইসলাম, ডা. আবু এসানুর, শরিফুল ইসলাম পারভেজ, এডভোকেট মাহফুজুর রহমান প্রমূখ।

এদিন সকাল সাড়ে ১০টায় শাহপুর ভ্যাটার্নিটি কলেজে ও সকাল সাড়ে ১১টায় ডুমুরিয়া উপজেলা অডিটোরিয়ামে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জনশক্তিদের নিয়ে ঈদপূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। সেক্রেটারি জেনারেল বলেন, আজ সবচেয়ে বড় প্রয়োজন-জাতীয়স্বার্থে, মানুষের স্বার্থে ও নতুন সমৃদ্ধ বাংলাদেশের স্বার্থে এক মহান জাতীয় ঐক্য। যেখানেদল বড় হতে পারে না, ব্যক্তি বড় হতে পারে না। সবার উর্ধ্বে থাকবে বাংলাদেশ, বাংলাদেশেরমানুষ, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি, বাংলার সংস্কৃতি এবং নতুন করেবাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এক আপোষহীন ঐক্য।

তিনি বলেন, প্রতিবেশি রাষ্ট্রের কাছেআমরা মাথা নত করতে চাই না। সেজন্য সকল দলের এক জায়গায় এসে মহা ঐক্য গঠনের জন্যআহবান জানাচ্ছি। ঐক্যই শক্তি, ঐক্যই মুক্তি ও ঐক্যই আমাদের স্বাধীনতা রক্ষা করতে পারে। তিনিবলেন, বাংলাদেশকে আল্লাহ জালিমের কবল থেকে মুক্ত করেছেন। ফিলিস্তিনকেও যেন আল্লাহ তায়ালাজালিমের হামলা থেকে মুক্ত করে দেন।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

সংসদের আগে স্থানীয় নির্বাচন চাইলেন জামায়াতের আমির

কুয়েটের ঘটনা ‘পরিকল্পিত মব’, দোষীদের শাস্তি দাবি ছাত্রদলের

দেশকে অস্থিতিশীল করতে পরাজিত ফ্যাসিবাদরা গভীর ষড়যন্ত্র চালাচ্ছে

মহাসমাবেশের ডাক দিল হেফাজতে ইসলাম

নির্বাচন যথা সময়ে না দিলে অন্তর্বর্তী সরকারকেও পালাতে হবে: কর্নেল অলি

আওয়ামী লীগের মিছিল নিয়ে কড়া বার্তা হাসনাতের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।