সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
দিঘলিয়ায় পাটের গুদামে অগ্নিকান্ড | চ্যানেল খুলনা

দিঘলিয়ায় পাটের গুদামে অগ্নিকান্ড

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনার দিঘলিয়া উপজেলায় পাটের গুদামে অগ্নিকান্ডে কাঁচাপাট পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দিঘলিয়া উপজেলার দেয়াড়া কলোনী খেয়াঘাট সংলগ্ন মসজিদের পাশে শেখ আবদুস সাত্তার পাটের গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দিঘলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ প্রচার সম্পাদক আবদুস সাত্তার শেখের পাটের গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন সমস্ত গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দিঘলিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছায়। তারা প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের খবর পেয়ে দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজ আল আসাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। গোডাউনের মালিক আবদুস সাত্তার বলেন, পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে আমার গোডাউনে আগুন লাগানো হয়েছে। গতকাল বুধবার পারিবারিক সাত শরিকের পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে মারামারি হয়। তার জের ধোরে দিঘলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবজাল হোসেন গং রা এই অগ্নিকান্ড ঘটিয়েছে বলে সাত্তার শেখ জানান। তিনি আরো বলেন তার গোডাউনে ৯০০ মণ কাটিং পাট ছিল ও গোডাউনসহ প্রায় ১০ লাখ টাকার পাটের ক্ষয়ক্ষতি হয়েছে। অপরিদিকে আবজাল হোসেন গোডাউনে আগুন লাগানোর কথা অস্বিকার করেন। এদিকে দিঘলিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ কাইমুজ্জামান বলেন, গোডাউনটিতে বিদ্যুতের কোনো সংযোগ নেই। তিনি বলেন, প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এছাড়া দু’লক্ষাধিক টাকার কাঁচা পাট উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো সম্ভব হবে। দিঘলিয়া থানার ওসি মঞ্জুর মোর্শেদ বলেন, ফায়ার সার্ভিসের চেষ্টায় বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, অগ্নিকান্ডের কারণ উদঘাটন করার চেষ্টা করা হচ্ছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

ডুমুরিয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ অনুষ্ঠিত

সুপেয় পানীয় জলের চরম সংকটে দাকোপবাসী

সাংবাদিক গোলাম মোস্তফা সিন্দাইনীর মৃত্যুতে কেসিআরএ’র শোক

ডুমুরিয়ায় ফার্মাসিস্ট ছাড়াই চলছে ওষুধের দোকান

পাইকগাছায় বৃদ্ধর আত্তহত্যা

কৃষি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে : এমপি রশীদুজ্জামান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।