সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
দিঘলিয়ার ৩নং ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কর্মকান্ডে বেড়েছে মানুষের আস্থা | চ্যানেল খুলনা

দিঘলিয়ার ৩নং ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কর্মকান্ডে বেড়েছে মানুষের আস্থা

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধিঃ খুলনা জেলার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া সদর(৩নং) ইউনিয়নের গ্রাম আদালতের কার্যক্রম ইউনিয়ন বাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। গ্রাম আদালতের ইখতিয়ারভুক্ত মামলা দ্রুততম সময়ে নিস্পত্তি এবং আর্থিক শা¯্রয়ের কারণে গ্রাম আদালতের দারস্থ হচ্ছে ইউনিয়বাসী। ইউনিয়নের বিভিন্ন গ্রামের ছোট-খাটো অপরাধ স্থানীয় পর্যায়ে পরিষদ কর্তৃক গঠিত গ্রাম আদালতের শালিসী প্যানেল শুনানী শেষে অল্প সময়ে বিনা খরচে কাংখিত বিচার পাওয়ায় গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ এখন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের দিকে ঝুকছে।
দিঘলিয়ার ৩নং ইউনিয়নের গ্রাম আদালত সুত্রে জানাগেছে, শুরু থেকে গত ডিসেম্বর ২০১৯ পর্যন্ত দিয়লিয়া সদর ইউনিয়নের গ্রাম আদালতে মোট ১৬৪টি মামলা নথিভুক্ত হয় এছাড়া উচ্ছ আদালত থেকে ১২টি মামলা কার্যক্রম পরিচালনায় জন্য এই আদালতে অন্তরভুক্ত হয়। নথিভুক্ত মামলার মধ্যে সমাধানকৃত মামলা ১২০টি, বাস্থবায়ন হয়েছে ৯৮টি এবং মিমাংসাকৃত মামলার সংখ্যা ৫১টি। মামলার নারী আবেদনকারী সংখ্যা ৬৯টি এবং বিচারিক প্যানেলের নারী সদস্য সংখ্যা ছিলো ১৩৮জন। এই আদালতের মাধ্যমে মালার নিষ্পত্তিকৃত ক্ষতিপুরণ আদায় হয়েছে ২৯ লক্ষ ২০ হাজার ২৬৭ টাকা। গ্রাম আদালতের কার্যক্রম এবং সুফল জনসাধরণের মাঝে প্রচারে
৩২৫টি উঠান বৈঠক, ৩৯৪টি কাউন্সিলিং, ৩টি শিয়ারিং মিটিং এবং মুখ্য কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউ.এন.ডিপি এর আর্থিক ও কারিগরি সহায়তায় ওয়েভ ফাইন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ(২য় পর্যায়) প্রকল্প। ২০১৭ সালের মার্চ মাসে দেশের ইউনিয়ন গুলোতে গ্রাম আদালতের কার্যক্রম শুরু হয়।
ইউনিয়নের বাসিন্দাদের লঘু অপরাধ ইউনিয়নের অভ্যান্তরে স্থাপিত গ্রাম আদালত জনপ্রতিনিধি সহ বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গের এবং উভয় পক্ষের সিলেকশনকৃত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই গ্রাম আদালতের ফলে দেশের আদালত গুলোতে কিছুটা হলেও চাপ কমেছে।
এ বিষয়ে দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফিরোজ মোল্যা বলেন, সরকারের গেজেটভুক্ত গ্রাম আদালতের সুফল ইতিমধ্যে জনগণ ভোগ করতে শুরু করেছে। স্থানীয় পর্যায়ে গ্রাম আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তি হওয়ায় গ্রামের সাধারণ অসহায় ও দরিদ্র মানুষ আর্থিক ভাবে যেমন শা¯্রয় হয়েছে তেমনি আদালতের উপর থেকে চাপ কমেছে। এলাকায় শান্তিশৃংখলা বজায় রাখতে গ্রাম আদালতে বিশেষ ভুমিকা রয়েছে।

https://channelkhulna.tv/

কৃষি ভাবনা আরও সংবাদ

জলাবদ্ধতা ও পরিবেশ সমস্যা সমাধানের ২০ এপ্রিল খুলনায় দিনব্যাপী নদী মেলা

বিট কপির চাষ করে তাক লাগিয়ে‌ছেন ডুমুরিয়ার কৃষক সুরেশ্বর মল্লিক

উপকূলয়ীয় অঞ্চল পাইকগাছায় বুলেট মরিচের বাম্পার ফলন

স্কোয়াশ চাষে ঝুঁকছেন খুলনার কৃষকরা

আমের মুকুল সৌরভ ছড়াচ্ছে পাইকগাছায়

উপকূলীয় অঞ্চলে জনপ্রিয় হয়ে উঠেছে সিডলিং ট্রেতে চারা উৎপাদন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।