সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
দিঘলিয়ায় গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় ১ জন গ্রেপ্তার | চ্যানেল খুলনা

দিঘলিয়ায় গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় ১ জন গ্রেপ্তার

বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ দিঘলিয়া থানা পুলিশ মোঃ এমদাদ গাজী (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

রবিবার (২৩ মার্চ) রাত আনুমানিক ১ টার দিকে বিশেষ অভিযান চালিয়ে দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়নের চন্দনীমহল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত এমদাদ গাজী চন্দনীমহল বাজারের মুরগির দোকানদার। এ ঘটনায় দিঘলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত এমদাদ গাজীকে আজ রবিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচএম শাহীন খুলনা গেজেটকে বলেন , ধর্ষণের শিকার গৃহকর্মী স্বামী পরিত্যক্তা। চন্দনীমহল বাজার সংলগ্ন একটি ভাড়া বাড়িতে বসবাস করত। ভাড়া বাসাটি চন্দনীমহল বাজার সংলগ্ন হওয়ায় বাজারের উপর দিয়ে যাতায়াতের পথে বিভিন্ন সময় গ্রেফতারকৃত এমদাদ গাজী তাকে কুপ্রস্তাব দিত। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে থাকে। এরই ধারাবাহিকতায় আনুমানিক এক বছর পূর্বে স্থানীয় একজন ভ্যান চালকের মাধ্যমে বিয়ের অনুষ্ঠানে মুরগি কাটার কথা বলে ওই গৃহ কর্মীকে তার দোকানে নিয়ে যায়। এবং তাকে দিয়ে রাত ১ টা পর্যন্ত মুরগি কাটায়।

রাত গভীর হাওয়ায় এবং বাজারে লোকজন না থাকায় এমদাদ গাজী মুরগির দোকানের পেছনে নিয়ে তাকে ধর্ষণ করে এবং এ বিষয়ে কাউকে না জানানোর জন্য বিয়ের প্রতিশ্রুতি দেয়। পরবর্তীতে একই প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ গত ৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১২ টার সময় এমদাদ গাজী ভিকটিমের ভাড়া বাসায় গিয়ে শিগগিরই কাবিন করে বিয়ে হবে এ প্রতিশ্রুতি দিয়ে আবারও তাকে ধর্ষণ করে এবং বিয়ে না করে তাকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শন করে। ভিকটিমের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় ঘরে ঢুকে যুবকের মাথায় দুর্বৃত্তদের গুলি

নৌবাহিনীর নাবিক পদে চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি, খুলনায় দুই প্রতারক গ্রেফতার

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে নবীনবরণ অনুষ্ঠিত

টাইফয়েড টিকা হালাল, নিরাপদ ও কার্যকরী: বিভাগীয় কমিশনার

তিন দিনব্যাপী খুলনা আমর্ড পুলিশ ব্যাটালিয়নে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণের উদ্বোধন

খুলনা কারাগারে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাজতির মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।