
সড়ক ও জনপথ বিভাগ (সওজ)এ কর্মরত মাস্টাররোল কর্মচারীদের বেতনের সমস্যা নিরসনসহ ৭ দাবি আদায়ে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
গতকাল রবিবার বেলা সাড়ে ১১ টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডলের কার্যালয়ে উপস্থিতি হয়ে নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের খুলনা জেলা সংসদের সভাপতি মোঃ গোলাম মোস্তফা রনি, সাধারণ সম্পাদক মীর আব্দুল জব্বার, সিনিয়র সহ-সভাপতি সুব্রত কুমার বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক শেখ খাইরুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মেহেদী হাসান, সদস্য আলমগীর হোসেন, শমসের আলী, সাব্বির হোসেনসহ সংগঠনের সদস্যবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডলকে নেতৃবৃন্দ জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে এটি মাননীয় যোগাযোগ সচিব বরাবর প্রেরনের অনুরোধ জানান।
এর আগে দাবি আদায়ে মাস্টাররোল কর্মচারীরা ১৯ থেকে ২১ অক্টোবর খুলনা সড়ক ভবনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং ২৩ অক্টোবর খুলনা সড়ক ও জনপথ বিভাগ (সওজ)’র নির্বাহী প্রকৌশলীর নিকট স্মারকলিপি প্রদান করেন।


