সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
‘দাগি’ অনেকের কাছেই ভালো লাগবে না, কিন্তু... | চ্যানেল খুলনা

‘দাগি’ অনেকের কাছেই ভালো লাগবে না, কিন্তু…

ঈদকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমা। আর এই সিনেমার মাধ্যমে দুই বছর পর বড়পর্দায় ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ঈদের দিন মুক্তির পর থেকেই ‘দাগি’ সিনেপ্লেক্সগুলোতে হাউসফুল যাচ্ছে। হলেও আছে দর্শক উপস্থিতি।

আর ‘ দাগি’ নিশোর দ্বিতীয় সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। এতে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল। সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন।

মুক্তির একদিন পরই নতুন খবর জানালেন সিনেমাটির প্রযোজনা সংস্থা আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল। তিনি বলেন, ঈদের দিন থেকে মাল্টিপ্লেক্সে সিনেমাটির ৩৪টি শো চলছিল। একদিন যেতে না যেতেই আরও ১০টি শো বাড়ানো হয়েছে।

আলফা আই আরও জানায়, কেবল সিনেপ্লেক্সে সোমবার ৩৪টি শো ছিল। গতকাল রানিং রয়েছে ৪৪টি শো। যদিও শো বাড়ানো নিয়ে সামাজিক মাধ্যমে অনেকেই ফেক বলে উড়িয়ে দিচ্ছেন। তবে প্রযোজনা প্রতিষ্ঠান অফিসিয়ালি জানিয়েছেন-শো বেড়েছে এটাই সত্যি। কে ফেক বলল না বলল, সেটি ভাববার বিষয় নয়, যা সত্যি আমরা তাই জানিয়েছি।

সুস্মিতা নামে এক সিনেমাপ্রেমী সামাজিক মাধ্যমে ‘দাগি’ নিয়ে কথা বলেছেন। তিনি লিখেছেন- ‘দাগি’ অনেকের কাছেই ভালো লাগবে না। যেমনটি আমার পাশের মানুষটা এ সিনেমায় কোনো গল্প খুঁজে পায়নি। কিন্তু আমি পেয়েছি। নিশোর অভিনয় অন্তত দুই জায়গায় আমাকে কাঁদিয়েছে। সবাই সিনেমাটি হলে গিয়ে দেখুন। একবার যার গায়ে জেলের দাগ লেগে যায়। একবার যে দাগি হয়ে যায় সামাজিকভাবে সে আর কখনই মুক্ত হতে পারে না।

আরেক দর্শকের লিখেছেন- এটি একটি সিনেমার চেয়েও বেশি কিছু। আফরান নিশো ও তমা মির্জা অভিনীত এ সিনেমাটি অ্যাকশন ও রোমান্সে ভরপুর। একটি গভীর ও চিন্তা-উদ্দীপক বার্তার মিশ্রণে একটি অবিস্মরণীয় সিনেম্যাটিক যাত্রা প্রদান করে। নিঃসন্দেহে এটি বছরের সেরা বাংলাদেশি সিনেমা।

এদিকে আইএমডিবিতে ‘দাগি’ রিভিউ জানিয়ে একজন ভক্ত লিখেছেন- ‘দাগি’ সিনেমাটি দেখে আমি সম্পূর্ণ সন্তুষ্ট। বিশেষ করে এ সিনেমায় আফরান নিশোর অভিনয় অসাধারণ ছিল। আমি বলতে চাইছি- এটি একেবারেই মূল্যবান। সবার এই সিনেমাটি দেখা উচিত। এ সিনেমাটিতে আবেগঘন গল্প ও শ্বাসরুদ্ধকর সিনেমাটোগ্রাফি এবং কিংবদন্তি আফরান নিশোর অসাধারণ অভিনয়ের সমন্বয় ঘটেছে।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

এমা অ্যাওয়ার্ডে প্রথমবার পুরস্কার জিতল বাংলাদেশের ‘নিশি’

বাগদান সারলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

গোঁফওয়ালা শাকিব, ভক্তরা বলছেন অবিকল রণবীর কাপুর

৬০ কোটি রুপির প্রতারণা মামলায় শিল্পাকে জিজ্ঞাসাবাদ

পরীমণি বললেন, শেখ সাদী ছোট ভাইয়ের মতো

ইলন মাস্কের বয়কটের ডাকে নেটফ্লিক্সের ক্ষতি ২৫ বিলিয়ন ডলার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।