সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
দলের সব চেয়ে দামি ফুটবলারের গোলে জয় পেয়েছে চেলসি | চ্যানেল খুলনা

দলের সব চেয়ে দামি ফুটবলারের গোলে জয় পেয়েছে চেলসি

দ্বিতীয় বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় চেলসির। ম্যাঞ্চেস্টার সিটিকে ১-০ ব্যবধানে হারিয়ে দিল তারা। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ২ দলের মধ্যে হওয়া ফাইনালে এ বারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের হারিয়ে দিল চেলসি। পোর্তোর এস্তাদিও ডো ড্র্যাগো স্টেডিয়ামে অসংখ্য দর্শকের সামনে সেই জয় যেন সুখের করে তুলল তাদের জন্য।
চেলসির হয়ে জয় সূচক গোলটি করেন কাই হাভার্টজ। ৪২ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন তিনি। আক্রমণ শুরু হয় গোলরক্ষক এডোয়ার্ড মেন্ডির পা থেকে। হাভার্টজকে গোলের পাসটি বাড়িয়েছিলেন মেসন মাউন্ট। চেলসির সব চেয়ে দামি ফুটবলার হাভার্টজ সেই বল নিয়ে এগিয়ে যান গোলের দিকে। সিটির গোলরক্ষককে টপকে ফাঁকা গোলে বল ঠেলে দেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে এটাই তাঁর প্রথম গোল। সেই গোলেই চ্যাম্পিয়ন্স লিগ জিতে নেয় চেলসি। প্রশিক্ষক থমাস টূশেল গত বার পিএসজি-কে ফাইনালে তুলেও হেরে যান। তবে এ বার হাসি মুখেই মাঠ ছাড়লেন তিনি।

ট্রফি হাতে বান্ধবীকে চুমু কাই হাভার্টজের। ছবি: টুইটার
প্রতি আক্রমণ নির্ভর খেলাতেই মন দিয়েছিল ২ দল। ম্যাচের শুরুতে ১৩ মিনিটের মাথায় গোল পেয়ে যেতে পারতো চেলসি। গোলের সামনে সিটির গোলরক্ষক এডেরসন মোরেসকে একা পেয়েও জালে বল জড়াতে ব্যর্থ হন টিমো ওয়ার্নার। পর পর ২ বার সুযোগ পেলেও গোল করতে পারেননি তিনি। প্রথমার্ধে চেলসির আক্রমণের ঝাঁঝ বেশি ছিল সিটির থেকে। প্রথম বার চ্যাম্পিন্স লিগের ফাইনালে হারলেন গুয়ার্দিওলা।
দ্বিতীয়ার্ধে আক্রমণে ফেরে পেপ গুয়ার্দিওলার দল। গোলের খোঁজে গ্যাব্রিয়াল জেসুস, ফার্নান্ডিনহো, সের্জিও আগুয়েরোর মতো ফুটবলারদের নামিয়ে দেন গুয়ার্দিওলা। তবে চেলসির রক্ষণভাগে পায়ের জঙ্গল তৈরি করে ফেলছিলেন রুডিগাররা। ২০১২ সালের পর ফের চ্যাম্পিয়ন্স লিগ চেলসির দখলে।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

ইনজুরির ফাঁকে বান্ধবী নিকোলের সঙ্গে প্রেমে মজেছেন ইয়ামাল

হামজা-শমিতের গোল উদযাপন করেছে তাঁদের ক্লাবও

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, সাইফের অভিষেক

খালেদ মাসুদ বিসিবি পরিচালক নির্বাচিত

আফিফ–মিঠুনের ঝড়ের পর জিয়ার বোলিং দৃঢ়তা, উড়ছে খুলনা

আফগানিস্তানের বিপক্ষে এতটা অপ্রতিরোধ্য সোহান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।