সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
দর্শনা সীমান্তে নেই করোনা ভাইরাসের সতর্কতা | চ্যানেল খুলনা

দর্শনা সীমান্তে নেই করোনা ভাইরাসের সতর্কতা

চ্যানেল খুলনা ডেস্কঃচুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত চেকপোস্টে করোনা ভাইরাস শনাক্তকরণে কোনো সতর্কতা ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে। জানুয়ারির প্রথম থেকে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকাল পর্যন্ত দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশে প্রবেশ করেছে ২৫ জন ইউরোপীয় নাগরিক। এসব যাত্রীদের কোনোভাবেই স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়নি।

এছাড়াও এ সীমান্ত চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী প্রায় ২ হাজার যাত্রী যাতায়াত করে। এদের কাউকে করোনা ভাইরাস সম্পর্কে কোনো ধারণাও দেওয়া হচ্ছে না। বাংলাদেশের অন্যান্য বন্দরে করোনা ভাইরাস শনাক্তকরণে সতর্কবার্তা প্রদান করা হলেও দর্শনা বন্দরে এখন পর্যন্ত স্বাস্থ্য বিভাগ থেকে কোনো বার্তা পৌঁছায়নি। এ নিয়ে বন্দর এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, জানুয়ারির প্রথম দিকে চীন দেশে ব্যাপক হারে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। এ নিয়ে দেশ বিদেশের বন্দরে ব্যাপক সতর্কবার্তা প্রদান করা হয়। বাংলাদেশের বিমানবন্দর, সীমান্ত চেকপোস্টে সতর্কবার্তা প্রদান করা হলেও এখন পর্যন্ত চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সজয়নগর চেকপোস্টে স্বাস্থ্য বিভাগ থেকে কোনো ধরনের সতর্কবার্তা দেওয়া হয়নি।

চলতি মাসে এ চেকপোস্ট দিয়ে আমেরিকা, ফ্রান্স, ইতালী, রাশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি ও ইংল্যান্ডের ২৫ জন নাগরিক যাতায়াত করেছে। তাদের কোনোভাবেই করোনা ভাইরাসের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি।

এ ব্যাপারে দর্শনা জয়নগর চেকপোস্টের স্বাস্থ্য সহকারী শাহা জামাল জানান, করোনা ভাইরাস সম্পর্কিত কোনো বার্তা স্বাস্থ্য বিভাগ থেকে এখন পর্যন্ত পাওয়া যায়নি।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।