সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
দক্ষিণে সুপারস্টার হলেও বলিউডে উপেক্ষিত দুলকার সালমান | চ্যানেল খুলনা

দক্ষিণে সুপারস্টার হলেও বলিউডে উপেক্ষিত দুলকার সালমান

মালয়ালম ইন্ডাস্ট্রির সুপারস্টার তিনি। শুধু অভিনেতা হিসেবে নয়, প্রযোজক হিসেবেও সফল। তামিল-তেলুগু ইন্ডাস্ট্রিতেও তাঁকে যথেষ্ট কদর করা হয়। শুটিং সেটে দেওয়া হয় সর্বোচ্চ সম্মান। অথচ সেই দুলকার সালমান নাকি উপেক্ষিত বলিউডে! হাতে গোনা কয়েকটি হিন্দি সিনেমা-সিরিজে কাজ করেছেন তিনি। সেগুলো করতে গিয়ে বিরূপ অভিজ্ঞতা হয়েছে তাঁর। এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন দুলকার সালমান নিজেই।

হলিউড রিপোর্টার ইন্ডিয়ার উদ্যোগে চার ইন্ডাস্ট্রির চার পরিচিত মুখকে নিয়ে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। তাতে হাজির ছিলেন বলিউড নির্মাতা বিক্রমাদিত্য মোতওয়ানে, তেলুগু অভিনেতা রানা দগ্গুবাতি, তামিল প্রযোজক অর্চনা কল্পথি এবং মালয়ালম অভিনেতা দুলকার সালমান। নানা বিষয় নিয়ে আলোচনার একপর্যায়ে শুটিং সেটে তারকাদের অত্যধিক চাহিদার প্রসঙ্গ ওঠে।

শুটিংয়ে এখন নাকি বলিউড তারকারা একা আসেন না। সঙ্গে থাকে ১০-১২ জন সহকারীর দল। প্রত্যেক তারকা দাবি করেন একাধিক ভ্যানিটি ভ্যান। এই বড় টিমের ব্যয়ভার মেটাতে হয় প্রযোজককে। তবে মালয়ালম ইন্ডাস্ট্রিতে নাকি এসবের সুযোগ নেই বলে জানান দুলকার সালমান। সেখানে কম বাজেটে সিনেমা তৈরি হয়। বেশির ভাগ শুটিং হয় রিয়েল লোকেশনে। সাধারণ মানুষের বাসায়ই তাঁরা খাওয়াদাওয়া, রেডি হওয়ার কাজ সেরে নেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে শুটিং শেষ করাই থাকে টার্গেট। বেশির ভাগ সময় তারকা একাই যান সেটে, থাকে না কোনো সহকারী। এটাই নাকি মালয়ালম ইন্ডাস্ট্রির কালচার। যুগ যুগ ধরে এই ঐতিহ্য মেনে চলেন তাঁরা।

তবে বলিউডের পরিবেশ সম্পূর্ণ আলাদা। সেখানে তারকা মানেই জাঁকজমক ব্যাপার। বলিউডে কাজ করতে গিয়ে দুলকার সালমানকে তাই বেশ অদ্ভুত পরিস্থিতিতে পড়তে হয়েছিল। দুলকার জানান, বলিউডে কাজ করার সময় তাঁর টিমকে বারবার ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হতো, উপেক্ষা করা হতো। এমনকি বসার জন্য চেয়ার কিংবা মনিটর দেখার সুযোগও জুটত না ঠিকমতো। তাই বাধ্য হয়েই তাঁকে ‘বড় তারকা’র ভাব ধরতে হয়েছিল। তিনি বলেন, ‘হিন্দি সিনেমায় কাজ করার সময় আমার সঙ্গে দুজন থাকত। তারা সেটে ধাক্কাধাক্কি করে লোকজন সরিয়ে আমাকে নিয়ে যেত। এভাবে বোঝাতে হতো আমি বড় স্টার। না হলে বসার চেয়ার ও মনিটর দেখার জায়গা পেতাম না।’

আরও বিস্ফোরক দাবি দুলকার সালমানের, বলিউডে তারকার পরিচয় নাকি দামি গাড়িতে! তাঁর ভাষায়, ‘আমি বুঝেছি, সবই পারসেপশন। আপনি যদি দামি গাড়িতে আসেন, অনেক লোক আপনাকে ঘিরে থাকে, তাহলে সবাই ভাবে, এ তো বড় স্টার!’

বিপরীতে দক্ষিণের শিল্পসংস্কৃতি ঠিক উল্টো চিত্র তুলে ধরে। মালয়ালম, তেলুগু বা তামিল—সব ইন্ডাস্ট্রিতে প্রত্যেক অভিনেতাকে সেটে সমান গুরুত্ব দেওয়া হয়। নির্দিষ্ট কাউকে আলাদা করে দেখা হয় না; এমনকি বলিউডের কোনো অভিনেতা দক্ষিণি সিনেমায় কাজ করলে তাঁকেও আতিথেয়তায় ভরিয়ে দেওয়া হয়।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

চলে গেলেন ধর্মেন্দ্র, শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে বলিউড তারকারা

মিথিলাকে জয়ী করতে ভোট চাইলেন জয়া আহসান

হাসপাতালে ভর্তি প্রয়াত গায়ক জুবিনের স্ত্রী

‘কেজিএফ’ অভিনেতা হরিশ মারা গেছে

সিয়াম-চঞ্চলকে সঙ্গে নিয়ে রাফী বললেন, ‘ঘটনা ঘটিয়ে ফেলেছি’

রুনা লায়লাকে নিয়ে উপন্যাস, প্রকাশিত হবে শিল্পীর জন্মদিনে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।