সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন | চ্যানেল খুলনা

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডা. রাজিব সরদারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ নিয়ে রবিবার (৩১ আগস্ট) সকালে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি জানান, ডা. রাজিব সরদার ২০২৩-২৪ অর্থবছরে ঔষধ ক্রয়, ভবন মেরামত, পরিচ্ছন্নতা সামগ্রী, ধোলাই বিল, মনিহারি বিল, অ্যাম্বুলেন্স ও যানবাহন মেরামত, কম্পিউটার সংরক্ষণসহ বিভিন্ন খাতে কোটি টাকার সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। শুধু ওই অর্থবছরেই প্রায় এক কোটি টাকার বেশি দুর্নীতি হয়েছে বলে তিনি দাবি করেন।

এছাড়া ২০২৪-২৫ অর্থবছরেও একইভাবে ঔষধ ক্রয়, পরিচ্ছন্নতা সামগ্রী, ধোলাই বিল, আসবাবপত্র মেরামত, অফিস সামগ্রী, জ্বালানি ও লুব্রিকেন্ট বাবদ সরকারি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ তোলেন তিনি। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, এই অর্থবছরেও কোটি টাকার অনিয়ম করেছেন ডা. রাজিব সরদার।

শুধু তাই নয়, তিনি হাসপাতাল কোয়ার্টারে প্রাইভেট প্র্যাকটিস, ইমারজেন্সি কেবিন, প্যাথলজি ও অন্যান্য আয়কারী খাত থেকেও নিয়মিত মাসোহারার নামে অর্থ গ্রহণ করেন বলে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম দুর্নীতির এ সকল অভিযোগের সুষ্ঠু তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগ প্রসঙ্গে ডা. রাজিব সরদার বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয় অনিয়মের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করলে প্রমাণিত হবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

তালায় খলিলনগর স্বেচ্ছাসেবক দলের ১নং ওয়ার্ড কমী সম্মেলন অনুষ্ঠিত

আশাশুনিতে আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের ১০ম বর্ষপূর্তি উৎযাপন

তালায় চুক্তি ভঙ্গের অভিযোগে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে মারধর, অভিযুক্ত বিএনপি নেতা বহিষ্কার

ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন চায় তালা সদর বিএনপি : সম্মেলন ৫ সেপ্টেম্বর

অতিবৃষ্টিতে লোকসানের শঙ্কা, তালায় গ্রীষ্মকালীন তরমুজ চাষ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।