সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডা. রাজিব সরদারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ নিয়ে রবিবার (৩১ আগস্ট) সকালে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি জানান, ডা. রাজিব সরদার ২০২৩-২৪ অর্থবছরে ঔষধ ক্রয়, ভবন মেরামত, পরিচ্ছন্নতা সামগ্রী, ধোলাই বিল, মনিহারি বিল, অ্যাম্বুলেন্স ও যানবাহন মেরামত, কম্পিউটার সংরক্ষণসহ বিভিন্ন খাতে কোটি টাকার সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। শুধু ওই অর্থবছরেই প্রায় এক কোটি টাকার বেশি দুর্নীতি হয়েছে বলে তিনি দাবি করেন।
এছাড়া ২০২৪-২৫ অর্থবছরেও একইভাবে ঔষধ ক্রয়, পরিচ্ছন্নতা সামগ্রী, ধোলাই বিল, আসবাবপত্র মেরামত, অফিস সামগ্রী, জ্বালানি ও লুব্রিকেন্ট বাবদ সরকারি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ তোলেন তিনি। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, এই অর্থবছরেও কোটি টাকার অনিয়ম করেছেন ডা. রাজিব সরদার।
শুধু তাই নয়, তিনি হাসপাতাল কোয়ার্টারে প্রাইভেট প্র্যাকটিস, ইমারজেন্সি কেবিন, প্যাথলজি ও অন্যান্য আয়কারী খাত থেকেও নিয়মিত মাসোহারার নামে অর্থ গ্রহণ করেন বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম দুর্নীতির এ সকল অভিযোগের সুষ্ঠু তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
অভিযোগ প্রসঙ্গে ডা. রাজিব সরদার বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয় অনিয়মের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করলে প্রমাণিত হবে।