oplus_0

তালা উপজেলা খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে হাজরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা যুবদল নেতা ও হাজরাকাটি বাজার কমিটির সভাপতি নুরুল ইসলাম নুরু। এতে এলাকার শত শত নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভাটি পরিচালনা করেন মাস্টার হাফিজুর রহমান বিশ্বাস। বক্তব্য রাখেন উপজেলা যুবদল নেতা ও হাজরাকাটি বাজার কমিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, এলাকাবাসীর পক্ষে আলতাফ সরদার, শেখ জাহাঙ্গীর আলম পল্টু, আহম্মদ আলী মোড়ল, বারিক সরদারসহ আরও অনেকে।
সভায় নুরুল ইসলাম নুরু বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বিজয়ী হলে এই এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন, বিশুদ্ধ পানির ব্যবস্থা, কাটবুনিয়া রাস্তা সংস্কার, সালতা খনন এবং সালতা খালের ওপর একটি ব্রিজ নির্মাণ করা হবে। তিনি এসব উন্নয়ন বাস্তবায়নে হাবিবুল ইসলাম হাবিবকে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা সভায় তুলে ধরেন।


