সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
তালায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের সংবাদ সম্মেলন | চ্যানেল খুলনা

তালায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের সংবাদ সম্মেলন

তালায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম (দাদু ভাই) তার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। শনিবার (২৩ আগস্ট) দুপুরে তালা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, “একটি মহল আমার রাজনৈতিক ক্যারিয়ার ও সামাজিক মর্যাদা নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। প্রকৃত ঘটনা ভিন্ন।”

তিনি জানান, তার ভাইপো ইমরান হোসেন রিপনসহ কয়েকজনকে নিয়ে জেসমিন আক্তার লিপি কেশবপুর এলাকায় একটি মৎস্য ঘের করেন। কিন্তু ঘেরে লোকসান হওয়ায় লিপি তার ভাইপো রিপনের উপর ভয়ভীতি ও চাপ প্রয়োগ করে আটারই মৌজার ২০ শতক জমি রেজিস্ট্রি করে নেন। পরে ২০২২ সালে আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীদের ভয় দেখিয়ে রিপনের কাছ থেকে আটারই মৌজার আরও ১৩ শতক জমি ইজারা নিয়ে সেখানে ‘শপিং ভ্যালী ফুড’ নামে একটি সেমাই কারখানা স্থাপন করেন।

রফিকুল ইসলাম অভিযোগ করেন, ঐ ১৩ শতক জমির মধ্যে তার পৈত্রিক সূত্রে পাওয়া প্রায় ১০ শতক জমি রয়েছে। কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড ও প্রাণনাশের হুমকির কারণে তিনি তখন বাধা দিতে পারেননি। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও কারখানা সরানো হয়নি। সম্প্রতি তারা কারখানা সম্প্রসারণ করতে গেলে তিনি প্রতিবাদ করেন। এর জের ধরে তার নামে মিথ্যা অভিযোগ ও মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, “আমি এ ঘটনার নিন্দা জানাই এবং আমার উর্ধ্বতন নেতৃবৃন্দ ও প্রশাসনের কাছে আবেদন জানাই—ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃত সত্য উদঘাটন করা হোক।”

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

নেশাজনিত কারণে খুন যুবদল নেতা শামীম:আটক ২

তালায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তালায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতা

তালায় আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান

তালায় খাল দখল ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।