সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
তালায় সাংবাদিক টিপুকে কারাদন্ড দেওয়ার প্রতিবাদে প্রতিবাদ সভা | চ্যানেল খুলনা

তালায় সাংবাদিক টিপুকে কারাদন্ড দেওয়ার প্রতিবাদে প্রতিবাদ সভা

সাতক্ষীরার তালায় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০দিনের কারাদন্ড প্রদানের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। তালা প্রেসক্লাবে আয়োজনে বুধবার (২৩ এপ্রিল) সকালে প্রেসক্লাব হলরুমে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

তালা প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ ফয়সালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, তালা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসেন, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাসান, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম,অর্থ সম্পাদক আছাদুজ্জামান রাজু, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, সদস্য সেলিম হায়দার, কে এম শাহিনুর রহমান, অর্জুন বিশ^াস,শিরিনা সুলতানা, সুমন রায় গনেশ,কামাল হোসেন প্রমুখ।

অন্যদিকে বুধবার দুপুরে উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন তালা উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি এম এ ফয়সাল। সাংবাদিক মোস্তাফিজুর রহমান রেন্টুর পরিচালনায় বক্তব্য রাখেন, তালা প্রেসক্লাবের সদস্য সেলিম হায়দার, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য কে এম শাহিনুর রহমান, আজিজুল ইসলাম প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে ছিলেন না, বা তার সামনে কোন ঘটনা ঘটেনি। এরপরও তিনি আইন ভঙ্গ করে সাংবাদিক টিপুকে সাজা দিয়েছেন। বক্তারা টিপুর নি:শর্ত মুক্তি, মামলা প্রত্যাহার, ঘটনার তদন্ত সাপেক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপ-সহকারী প্রকৌশলী এমএম মামুন আলমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

উল্লেখ্য, তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন তৈরীর কাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ পেয়ে গত ২২ এপ্রিল তথ্য সংগ্রহ করতে সরেজমিনে যান সাংবাদিক টিপু।

এসময় তালা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী এম. এম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় ওই সাংবাদিকের সাথে তার কথাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারিতে রুপ নেয়। বিষয়টি উভয় পক্ষ তালা উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি সরেজমিনে উপস্থিত শ্রমিকসহ স্থানীয়দের সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় প্রদান করেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন চায় তালা সদর বিএনপি : সম্মেলন ৫ সেপ্টেম্বর

অতিবৃষ্টিতে লোকসানের শঙ্কা, তালায় গ্রীষ্মকালীন তরমুজ চাষ

তালায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ উদযাপন

সুন্দরবনের চর দখল করে গড়ে ওঠা অবৈধ রিসোর্ট উচ্ছেদ

তালায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের সংবাদ সম্মেলন

নেশাজনিত কারণে খুন যুবদল নেতা শামীম:আটক ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।