সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
তালায় সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখলের অভিযোগে সাংবাদ সম্মেলন! | চ্যানেল খুলনা

তালায় সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখলের অভিযোগে সাংবাদ সম্মেলন!

সাতক্ষীরার তালায় সংখ্যালঘু সম্প্রদায়ের তিন পুরুষের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল করে নিয়েছেন ঘোষনগর গ্রামের মৃত্য নাজের আলী শেখের ছেলে আব্দুর রাজ্জাক শেখ। এঘটনায় তালা প্রেসক্লাবে সাংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী পরিবারটি। সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ঘোষনগর গ্রামের নিরাপদ মন্ডলের ছেলে প্রকাশ মন্ডল।

ভূক্তভোগী পরিবারের সদস্য বিকাশ মন্ডল, সুজয় মন্ডল, রবীন মন্ডল, সবুজ মন্ডল, তপতী মন্ডল, রিম্পা মন্ডল ও নলিতা মন্ডল এসময় উপস্থিত ছিলেন। শুক্রবার (২৩ মে) সকালে তালা প্রেসক্লাবের হলরুমে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে প্রকাশ মন্ডল বলেন, আমার চাচাতো ভাই মৃত্য হাজারী লালের ছেলে শংকর মন্ডল প্রতিবেশী আব্দুর রাজ্জাক এর কাছে বি আর এস ১৬১ খতিয়ানের এস এ ৮৮, ১১৮, ৬২, ৮৭, ০৬, ১৬৪ দাগে ১২.১২০০ একর জমির মধ্য হতে ১ একর ৪০ শতক জমি বিক্রি করে ভারতে চলে যান। এর আগে তিনি আরও আনুমানিক ১০ ব্যক্তির কাছে এই জমি বিক্রয় করেছিল। শংকর মন্ডল আমাদের ওয়ারেশ হওয়ায় প্রতিটি দাগে তার জমি রহিয়াছে।

গত ২১ মে ভোরে আব্দুর রাজ্জাক ও পুত্র রিয়াজ সহ ২০ থেকে ৩০ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রে সত্রে সজ্জিত হয়ে বিআরএস ১৫২ খতিয়ানের এস এ ১৭৩ দাগের ১ একর ৪২ শতক জমির মধ্যে হতে আমাদের তিন পুরুষের দখলীয় পৈত্রিক জমির ৫০ শতাংশ জমি জোর পূর্বক দখল করে নেয়। এই জমিতে বাঁশ, কলাগাছ, মেহগনি গাছ, গাছ সহ কলা কেঁটে নিয়ে যায় এবং সকল গাছগাছালি কেঁটে সাবাড় করে দেয়। এসময় আমরা আতঙ্কগ্রস্থ হয়ে পড়ি। তাদের অস্ত্রের ভয়ে আমরা বাঁধা দিতে সাহস পায়নি। এখন তার ছেলে রিয়াজ ও তার বাহিনী আমাদের মেরে ফেলার হুমকি দিয়ে বেড়াচ্ছে। জীবনের ভয়ে আমরা বাড়ি থেকে বের হতে পারছিনা। আমরা আশঙ্কা করছি যে কোনো মুহুর্তে আমাদের উপর হামলা করতে পারে। আমরা নারী পুরুষ সহ পরিবারের লোকজন একপ্রকার গৃহবন্দী হয়ে পড়েছি।

তিনি বলেন, এই জমিতে আগেও দখল করার জন্য মিথ্যা নাটক সাজিয়ে আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছিল। এসময় নিরুপায় হয়ে সাতক্ষীরা আদালতে ১৪৫ ধারায় মামলা করি। সেই মামলায় মহামান্য আদালত আমাদের পক্ষে রায় প্রদান করেন। এরপরে আমরা প্রতিকার চেয়ে সাতক্ষীরা আদালতে সিভিল মামলা করি। যা এখনো চলমান।

আমরা এই অত্যাচার হতে মুক্তি পেতে প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

এবিষয়ে আব্দুর রাজ্জাক শেখ বলেন, আমার স্ত্রীর নামে ২০১৭ সালে এই জমি ক্রয় করেও দখলে যেতে পারিনি। এখন আমার ক্রয়কৃত সম্পত্তি দখলে গিয়েছি। তবে যে দাগে জমি দখল করেছি সে দাগে আমি তিন ভাগের ১ ভাগ পাব। অন্য দাগে আমার জমি আছে। আমার জমি বুঝে দিলে আমি দাগে দাগে চলে যাব।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন চায় তালা সদর বিএনপি : সম্মেলন ৫ সেপ্টেম্বর

অতিবৃষ্টিতে লোকসানের শঙ্কা, তালায় গ্রীষ্মকালীন তরমুজ চাষ

তালায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ উদযাপন

সুন্দরবনের চর দখল করে গড়ে ওঠা অবৈধ রিসোর্ট উচ্ছেদ

তালায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের সংবাদ সম্মেলন

নেশাজনিত কারণে খুন যুবদল নেতা শামীম:আটক ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।