সাতক্ষীরার তালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ঔষধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জাতপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ অবৈধ স্যাম্পল সংরক্ষণের দায়ে মেসার্স রুমা মেডিকেল হলকে ১০ হাজার এবং মেসার্স আলিফ মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ক্যাব সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক পারভীন আক্তারসহ জেলা পুলিশের একটি টিম।