সাতক্ষীরার তালায় জমি বিক্রি নিয়ে চুক্তি ভঙ্গের ঘটনাকে কেন্দ্র করে ভবেন্দ্র দাস (৫৯) নামে এক বৃদ্ধকে খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ভবেন্দ্র দাস অভিযোগ করে বলেন, প্রায় তিন মাস আগে তিনি সাড়ে ৯ শতাংশ জমি বিক্রির জন্য খেশরার বালিয়া গ্রামের আব্দুল আহাদ গাজীর সঙ্গে ৬৮ হাজার টাকায় চুক্তি করেন। এর মধ্যে কয়েক ধাপে ২৫ হাজার টাকা পান তিনি। কিন্তু নির্ধারিত সময়ে পুরো টাকা পরিশোধ না হওয়ায় গত ৭ আগস্ট তিনি একই জমি দ্বিগুণ মূল্যে বালিয়া গ্রামের হারুনের কাছে বিক্রি করেন। বিষয়টি জানাজানি হলে শুক্রবার সকালে আব্দুল আহাদ তাকে ডেকে নেন। সকাল ৭টার দিকে আহাদের বাড়িতে গেলে তর্কবিতর্কের একপর্যায়ে তাকে পিছমোড়া করে খুঁটির সঙ্গে বেঁধে চার ঘণ্টা ধরে মারধর করা হয়। পরে তার ভাতিজা স্বপন দাস ২৫ হাজার টাকার মধ্যে ১৭ হাজার টাকা ফেরত দিয়ে এবং বাকি ৮ হাজার টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে তাকে মুক্ত করেন।
এ ঘটনায় ভবেন্দ্র দাস বলেন, “জমি বিক্রির টাকা সময়মতো দিতে না পারায় আমি অন্যজনের কাছে জমি বিক্রি করেছি। এ নিয়ে আমাকে খুঁটিতে বেঁধে নির্যাতন করা হয়েছে।”
অভিযোগ উঠেছে, ঘটনার নেপথ্যে রয়েছেন খেশরা ইউনিয়ন বিএনপির সাবেক ৬ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল আহাদ গাজী।
ঘটনার পর শনিবার সকালে উপজেলা বিএনপির আদেশক্রমে খেশরা ইউনিয়ন বিএনপির সার্চ কমিটি আব্দুল আহাদকে দল থেকে বহিষ্কার করেছে বলে নিশ্চিত করেছেন খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সার্চ কমিটির সদস্য এস এম লিয়াকত হোসেন।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইন উদ্দিন জানান, “ভবেন্দ্র দাস লিখিত অভিযোগ দিতে রাজি হননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”