সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
তারেক রহমানের স্ত্রীর দুর্নীতি মামলার সিদ্ধান্ত ১৩ই এপ্রিল | চ্যানেল খুলনা

তারেক রহমানের স্ত্রীর দুর্নীতি মামলার সিদ্ধান্ত ১৩ই এপ্রিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি মামলা চলবে কিনা। এ বিষয়ে আপিল বিভাগের সিদ্ধান্ত ১৩ই এপ্রিল। বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, আজকে ডা. জোবায়দা রহমানের যে মামলাটির শুনানি হয়েছে সেই মামলা চলবে কিনা সেই সিদ্ধান্তের জন্য আগামী ১৩ই এপ্রিল দিন ধার্য করা হয়েছে।
এর আগে, মামলা বাতিলে জারি করা রুল খারিজ করে ২০১৭ সালে ১২ই এপ্রিল রায় দেয় হাইকোর্ট। একইসঙ্গে জোবায়দা রহমানকে আট সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দিয়েছিলেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন জোবায়দা রহমান। গেলো বছরের পহেলা এপ্রিল আপিল শুনানি শেষে আদেশের দিন ঠিক করা হলেও করোনার কারণে সে আদেশ আর হয়নি। দীর্ঘ এক বছর পর আবার শুনানি শেষে রায়ের দিন ঠিক করল আপিল বিভাগ।

২০০৭ সালের ২৬শে সেপ্টেম্বর ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় এ মামলা দায়ের করে দুদক। মামলায় ডা. জোবায়দা রহমান ও তার মা ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। গেলো বছরের পহেলা এপ্রিল আপিল শুনানি শেষে আদেশের দিন ঠিক করা হলেও করোনার কারণে সে আদেশ আর হয়নি। দীর্ঘ এক বছর পর আবার শুনানি শেষে, রায়ের দিন ঠিক করলো আপিল বিভাগ।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

রূপসায় সাব্বির হত্যা মামলার প্রধান আসামি হাফিজসহ গ্রেপ্তার ৪

খুলনায় ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

অবশেষে কুয়েটে মঙ্গলবার থেকে ক্লাস শুরু

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।