সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
তারুণ্যের কণ্ঠ একত্রে গর্জে উঠলো গ্র্যান্ড ফিনালেতে | চ্যানেল খুলনা

ইউনেট স্পিকআপ বাংলাদেশ ২০২৫

তারুণ্যের কণ্ঠ একত্রে গর্জে উঠলো গ্র্যান্ড ফিনালেতে

দেশের তরুণ বক্তাদের কণ্ঠে উচ্চারিত হলো নেতৃত্বের আহ্বান, আত্মবিশ্বাসের প্রকাশ এবং ভবিষ্যতের গল্প। ইংরেজী থেরাপি প্রেজেন্টস ইউনেট স্পিকআপ বাংলাদেশ ২০২৫ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে আজ অনুষ্ঠিত হলো কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে। ইভেন্টটি আয়োজন করেছে ইয়ুথ আপস্কিল নেটওয়ার্ক-ইউনেট।
চূড়ান্ত রাউন্ড শেষে বিজয়ী হন তিনজন প্রতিযোগী—সিলেট আর্মি আইবিএ থেকে মাশরুরা মেশকাত পূর্ণ হয়েছেন ১ম স্থান অর্জনকারী, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তাসনিমুল ইসলাম আফিফ পেয়েছেন ২য় স্থান, আর ঢাকা মোহাম্মদপুর প্রিপেরটরি হাই স্কুল থেকে আদিবা সুলতানা আলিফা হয়েছেন ৩য় স্থান বিজয়ী এবং প্রত্যেকেই পেয়েছেন প্রাইজমানি। সব ফাইনালিস্টদের ট্রফি ও সনদপত্র দিয়ে সম্মানিত করা হয়।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন দেশের খ্যাতিমান ব্যক্তিবর্গ—আমান সুলায়মান, ইংলিশ অলিম্পিয়াড-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সংগঠক, কে এম হাসান রিপন, জেন বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক ও ড্যাফোডিল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ, সোলায়মান আহমেদ জিশান, পাব্লিক স্পিকিং অফিসিয়াল (পিএসও)-এর প্রতিষ্ঠাতা, এবং ব্যারিস্টার রাফায়েলুর রহমান মেহেদী, জেসিআই বাংলাদেশ ন্যাশনাল গভর্নিং বডি মেম্বার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এইচ এম জহিরুল হক, ভাইস চ্যান্সেলর, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। তিনি বলেন, “যে তরুণ-তরূণী কথা বলতে জানে, তারাই পারে ভবিষ্যত গড়তে। এই আয়োজন সেই সাহসী কণ্ঠগুলোকে একত্র করেছে।”
ইভেন্ট ডিরেক্টর মুহাম্মাদ আলতামিশ নাবিল, ইউনেট-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও, তাঁর বক্তব্যে বলেন, “যুব কণ্ঠ যত দৃঢ় হবে, দেশ তত সমৃদ্ধ হবে। তরুণরা যখন তাদের কণ্ঠ খুঁজে পায়, তখনই তারা নিজেদের লক্ষ্য খুঁজে পেতে শুরু করে। ইউনেট স্পিকআপ বাংলাদেশ আমরা আয়োজন করেছি এই বিশ্বাস থেকে—যেন তরুণরা সাহস নিয়ে কথা বলতে পারে, চিন্তা প্রকাশ করতে পারে, এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়াতে পারে। আজকের প্রতিটি বক্তৃতাই ছিল ভবিষ্যতের একেকটি রূপরেখা।”
মাহির আশেফ, সহ-প্রতিষ্ঠাতা ও সিওও এবং এই আয়োজনের কনভেনার, বলেন, “আসল পরিবর্তন শুরু হয় আত্মপ্রকাশ থেকে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা এমন এক প্রজন্ম গড়ে তুলতে চাই যারা যুক্তির সাথে কথা বলতে জানে, সহানুভূতির সাথে নেতৃত্ব দিতে পারে, এবং সচেতনভাবে কাজ করতে পারে। আমরা যে উদ্দীপনা ও সম্ভাবনা দেখেছি, এটি কেবল শুরু মাত্র।”
তরুণদের কথার শক্তি, আত্মবিশ্বাস এবং নেতৃত্বের বার্তা ছড়িয়ে দিয়ে সফলভাবে শেষ হলো ইউনেট স্পিকআপ বাংলাদেশ ২০২৫—যা হয়ে থাকবে বহু তরুণের জীবনের প্রেরণার মাইলফলক। আয়োজনটির স্পন্সর হিসেবে যুক্ত ছিলো ইংলিশ থেরাপি, চমৎকার ডিজিটাল, গ্লোবাল ট্রাভেলস, ব্যাস নেটওয়ার্ক এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে রুজভেল্ট জেটি হ্যান্ডলিং ওয়ার্কার্স ইউনিয়নের মিলাদ মাহফিল

ফুলতলার দামোদর ইউনিয়নে ভোটার সমাবেশ

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খুলনা জেলায় দোয়া মাহফিল

বিএনপি চায় সার্বজনীন ভোটে প্রতিনিধি নির্বাচিত হবে : মনা

খুবিতে প্রেষণামূলক প্রণোদনা পেলেন ৫ কর্মচারী

খুমেক হাসপাতালের প্রিজন সেল থেকে পালানো আসামি ফের গ্রেফতার : কেএমপি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।