সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
তরুণদের শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ জাগাতে গবেষণার প্রয়োজন : উপ-উপাচার্য | চ্যানেল খুলনা

খুবিতে গবেষণা প্রকল্পের ফলভিত্তিক চূড়ান্ত সেমিনার

তরুণদের শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ জাগাতে গবেষণার প্রয়োজন : উপ-উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের অর্থায়নে পরিচালিত ‘নাগরিক-জীবনে লোকসংস্কৃতির প্রভাব: খুলনা মহানগর’ শীর্ষক গবেষণা প্রকল্পের ফলভিত্তিক চূড়ান্ত সেমিনার সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় গবেষণাগারে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।

তিনি বলেন, প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিরও সমানতালে উন্নতি সাধন করতে হবে। তরুণ সমাজের মধ্যে শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ জাগ্রত করা জরুরি। কেন তারা এ ক্ষেত্রে অনাগ্রহী হচ্ছে, সে বিষয়েও গবেষণা হওয়া প্রয়োজন। জাতির সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করতে বিজ্ঞান, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির সমন্বিত বিকাশ অপরিহার্য। পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলো প্রযুক্তির পাশাপাশি সংস্কৃতির ক্ষেত্রেও এগিয়ে ছিল। তাই গবেষণার মাধ্যমে শিল্প-সংস্কৃতিকে জাগ্রত করতে হবে এবং এর ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ দুলাল হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের প্রফেসর ড. অনুপম হীরা মণ্ডল। সভাপতিত্ব করেন রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের পরিচালক (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মোঃ ইয়ামিন কবীর।
গবেষণা প্রকল্পের ধারণাপত্র উপস্থাপন করেন বাংলা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক আবুল ফজল এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের প্রধান গবেষক ও বাংলা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শাকিলা আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষার্থী আল মামুন।

এ সেমিনারে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

একটি দল চাঁদাবাজি-টেন্ডারবাজির টাকা ব্যবহার করে ভোট কেনার প্রস্তুতি নিচ্ছে: সাদ্দাম

হাদিস পার্কে মানুষের ঢল: খালেদা জিয়ার সুস্থতার আশায় কাঁদল খুলনা

কুয়েট অফিসার্স এসোসিয়েশন নির্বাচন ২০২৬

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে খুলনায় সেমিনার

“দূর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ইসলামের বিকল্প নেই” : রেজাউল করীম

বেগম খালেদা জিয়া সমগ্র জনগোষ্ঠীর সম্পদ: আজিজুল বারী হেলাল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।