সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
তথ্য ফাঁস, ইরানি হামলায় আহত মার্কিন সেনারা আইসিইউতে | চ্যানেল খুলনা

তথ্য ফাঁস, ইরানি হামলায় আহত মার্কিন সেনারা আইসিইউতে

আন্তর্জাতিক ডেস্কঃকাশেম সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ১৬ সেনাকে কুয়েতে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে এখনো কয়েকজনকে আইসিইউতে রাখা হচ্ছে। মধ্যপ্রাচ্যের গণমাধ্যম পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান মিডেল ইস্ট মনিটর জানায়, চলতি মাসের শুরুতে আইন আল আসাদ ঘাঁটিতে হামলা চালায় ইরান। এই হামলায় আহত যুক্তরাষ্ট্রের ১৬ সেনাকে কুয়েতে মার্কিন সামরিক হাসপাতালে নিয়ে আসা হয়। কুয়েতের আরবি ভাষার শীর্ষ সংবাদমাধ্যম আল-কাবাস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, কুয়েতে আনা ১৬ মার্কিন সেনার সবাই গুরুতর আহত ছিলেন। এদের কারও শরীর ভয়ংকর রকম পুড়ে গিয়েছিল। আবার কারও শরীরে গেঁথে ছিল লোহার টুকরা, স্টিল ও অন্যান্য ধ্বংসাবশেষ।

সূত্রের বরাত দিয়ে আল-কাবাস জানায়, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কুয়েতের আহমেদ আল জাবের বিমানঘাঁটির আরজিফান ক্যাম্পে আহত সেনাদের নিয়ে আসা হয়। এদের প্রায় সবারই অপারেশন করাতে হয়েছে এবং কয়েকজনকে এখনো আইসিইউতে রাখা হচ্ছে।

কুয়েতি সংবাদপত্রটি বলছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও বেশকিছু সেনা আহত হয়। যারা সামান্য আহত হয়েছিল তাদের ইরাকেই চিকিৎসা দেওয়া হয়েছে।

এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো স্বীকার করে যে- ইরানের হামলায় ১১ মার্কিন সেনা আহত হয়েছিল। আহত এই সেনাদের হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে ৮ জনকে জার্মানিতে এবং বাকি ৩ জনকে কুয়েতে নেওয়া হয়। আল-কাবাস যে ১৬ জনের কথা উল্লেখ করেছে তার মধ্যে এই ১১ জন অন্তর্ভুক্ত কি না তা পরিষ্কার করা হয়নি।

প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এর প্রতিশোধ হিসেবে ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

আমিরাত থেকে ফিরলেন ক্ষমা পাওয়া আরও ২৭ জন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।