সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
তথ্য গোপন করায় যশোরে চিকিৎসকসহ কোয়ারেন্টাইনে ২৮ জন | চ্যানেল খুলনা

বুধবার নতুন শনাক্ত ১১ জন

তথ্য গোপন করায় যশোরে চিকিৎসকসহ কোয়ারেন্টাইনে ২৮ জন

নাফি উজ জামান পিয়াল, যশোর প্রতিনিধি : যশোর জেলায় বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।
মঙ্গলবার একদিনেই করোনা শনাক্ত হয়েছে ১০ জন। গত ৫ দিনে জেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৪৪
জন। এদের মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের দেহে করোনাভাইরাস
ধরা পড়েছে। প্রথমে তারা তথ্য গোপন করেছিল। ফলে করোনা শনাক্ত হওয়ার পর ওই দুইজনের সংস্পর্শে আসা
১১ জন চিকিৎসক ও ১১ জন নার্সসহ মোট ২৮ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আরিফ আহমেদ এ তথ্য
নিশ্চিত করেছেন।
ড. আরিফ জানান, দুইজন মধ্য বয়স্ক পুরুষ হাসপাতালে আসেন এবং ভর্তি হন। একজন পুরুষ মেডিসিন ওয়ার্ডে
এবং অন্যজন করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। পরে ওই দুই ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক
তাদের জ্বর, কাশিসহ করোনাভাইরাসের উপসর্গ দেখতে পান। গত ২৬ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে করোনা
পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষার ফলাফলে তাদের দুজনের দেহে করোনাভাইরাস পাওয়া যায়। রোগীদের
পরিবার তথ্য গোপন করায় হাসপাতালের ডাক্তার, নার্সসহ অনেক মানুষ এখন ঝুঁকিতে আছেন। ওই দুইজন
রোগীর সংস্পর্শে যাওয়া ১১ জন ডাক্তার ও ১১ জন নার্সসহ সংশ্লিষ্ট ২৮ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো
হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। তাছাড়া তাদের সংস্পর্শে আসা হাসপাতালের
অন্যান্য ডাক্তার ও নার্সদেরও পর্যায়ক্রমে নমুনা সংগ্রহ করা হবে। তাদের দেহে করোনাভাইরাসের উপস্থিত না
থাকলে তারা কাজে ফিরবে।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই দুইজন করোনা রোগীর সংস্পর্শে
আসা ১১ জন চিকিৎসক এবং ১১ নার্সসহ সকলের করোনা পরীক্ষা করা হবে। তাদের সংস্পর্শে এসেছে তাদেরও
নমনুা সংগ্রহ করে টেস্ট করা হবে। ওই দুইজনের পরিবার তথ্য গোপন করায় হাসপাতালের ডাক্তার, নার্সসহ
অনেক মানুষ এখন ঝুঁকিতে আছেন। রোগীর তথ্য গোপনের প্রবণতা চিকিৎসকদের জীবনকে এই ঝুঁকির মধ্যে
ফেলেছে। সব রোগীর কাছে অনুরোধ করছি তারা যেন ডাক্তারদের কাছে কোনো তথ্য গোপন না করেন। তথ্য
গোপন করলে ডাক্তাররা আক্রান্ত হবেন, কোয়ারেন্টানে যাবেন। ফলে হাসপাতালে ডাক্তার সংকট দেখা দিবে।
এদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে আজ বুধবার ( ২৯ এপ্রিল )
যশোরের ৬৫টি নমুনা পরীক্ষা করে ১১টি নমুনায় কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। তবে ঝিনাইদহের ৩৩টি,
নড়াইলের ৬টি ও মাগুরার ৯টি নমুনা পরীক্ষা করে সবগুলোর ফলাফলই নেগেটিভ এসেছে। অর্থাৎ গত ২৪ ঘণ্টায়
যবিপ্রবির ল্যাবে মোট ১১৩টি নমুনা পরীক্ষার মধ্যে ১১টি পজিটিভ এবং ১০২টি নেগেটিভ ফলাফল এসেছে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

বেনাপোলে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

শার্শায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন তিন বাংলাদেশী

বেনাপোলে কসাই মিজানকে গলা কেটে হত্যা করেছে দুর্বোত্তরা

যশোরে ৮ কোটি টাকার স্বর্নের বারসহ ৩ জনকে আটক করেছে বিজিবি

ভারতে দীর্ঘ কারাভোগ শেষে ১৭ বাংলাদেশী নারী-শিশুকে বেনাপোলে হস্তান্তর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।