সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
ঢাকা ফাঁকা | চ্যানেল খুলনা

ঢাকা ফাঁকা

ঝাঁক বাঁধা সারসের মতো উড়ে গেল মানুষের অগণিত মাথা… প্রয়াত কবি আল মাহমুদের কবিতার পঙ্ক্তি ধার করে ফাঁকা রাজধানীকে নিয়ে এ কথাই বলতে হয়।

ঈদুল ফিতর উদযাপনে গত দুদির ধরেই থেকেই ঢাকার মানুষের ঢল শুরু হয় গ্রামমুখী। করোনার সংক্রমণের ভয় এবং ১৬ মে পর্যন্ত বলবৎ ‘কঠোর বিধিনিষেধ’ যে ঢল রুখতে পারেনি।

যে কোনো জাতীয় ছুটিকে কেন্দ্র করে ঢাকা ছাড়ার এই হুড়োহুড়ি যেন থাকবেই, আর দুই ঈদ এলে তো কথাই নেই।

ঈদের বাকি শুধু আজকের দিনটিই (বৃহস্পতিবার ১৩ মে)। তবে রাজধানীজুড়ে ঈদের আমেজ শুরু হয়ে গেছে এর মধ্যেই।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, করোনার মধ্যে এবারের ঈদযাত্রায় শুধু সাত দিনে ঢাকা থেকে অন্য জেলায় চলে গেছে প্রায় ২৮ লাখ মানুষ। এটি ১১ মে পর্যন্ত পাওয়া হিসাব। গত দু-এক দিনে নিশ্চিতভাবেই সেই সংখ্যা আরও বেড়েছে। তার ওপর এই হিসাব তৈরি হয়েছে শুধু মুঠোফোন ব্যবহারকারীদের ওপর। অর্থাৎ মুঠোয় ফোন রাখতে পারেন না—এমন মানুষের সংখ্যা যোগ করলে ঢাকা ছাড়া মানুষের সংখ্যা নিশ্চিতভাবেই আরও বাড়বে।

নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকা বাদে প্রতিদিনের চেনা যানজট অনেকটা কমে এসেছে। ছুটির হাওয়ায় ঢাকার বেশির ভাগ রাস্তা এখন ফাঁকা ফাঁকা।

সকাল থেকে মতিঝিল, কাকরাইল ও আগারগাঁওয়ের অফিসপাড়াগুলো ছিল প্রায় জনশূন্য। মিরপুর, আসাদগেট, ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় চেনা ব্যস্ততা আর যানজট চোখে পড়েনি।

ছুটি পেলে অধিকাংশ মানুষ আগে ঢাকা ছাড়ত শুধু নাড়ির টানেই। দু বছরের টানা মহামারিতে এমনিতেও দেশে দারিদ্র্যের হার বেড়েছে। ঢাকা মহানগরীর এই আর্থসামাজিক নিরাপত্তাহীনতাকেও এবারে নিম্ন আয়ের মানুষের ঢাকা ছাড়ার অন্যতম বড় কারণ হিসেবে দেখা হচ্ছে।

https://channelkhulna.tv/

রাজধানী আরও সংবাদ

প্রশাসনে বিশেষ দলের লোক বসিয়ে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে: গোলাম পরওয়ার

রাজধানীর মিরপুরে যাত্রী নামিয়ে গুলি ছুড়ে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

‘বিপ্লবের প্রথম টার্গেট হবে জাতীয় পার্টির এই অফিস’—বিজয়নগরে সমাবেশে জুলাই মঞ্চ

কাকরাইলে জাপা-গণঅধিকার কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া

রাজধানীর মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কারে মিলল ২ মরদেহ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।