সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ার অতি বর্ষনে মানুষ পানি বন্দি ও কোটি টাকার মাছের ঘের ও সবজি পানিতে তলিয়ে গেছে | চ্যানেল খুলনা

ডুমুরিয়ার অতি বর্ষনে মানুষ পানি বন্দি ও কোটি টাকার মাছের ঘের ও সবজি পানিতে তলিয়ে গেছে

শেখ মাহতাব হোসেন: খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার হাজার হাজার মানুষ ৩ দিনের ভারি বর্ষনের কারণে পানি বন্দি হয়ে পড়েছে। কোটি কোটি টাকার মাছবের হয়ে গেছে সবজি তলিয়ে গেছে। পানি নিষ্কাশনের নেই কোন সুব্যবস্থা। পাউবো বলছে গবেষণা চলছে। স্থানীয়রা বলছেন দীর্ঘদিন ধরে ফ্লুইসগেট গুলোর কপাট বন্ধ রাখা ও বিল শিংগা খর্নিয়া সুইজ গেট,ও শোলমারি নদী ভরাট হযয়ে যাওয়ার কারণে পানি সরবরাহ না হওয়া এই জলবদ্ধতা সৃষ্টির প্রধান কারণ।

ডুমুরিয়া উপজেলার চহেড়া, শিংগা, শৈলগাতিয়া,টিপনা, বালিয়াখালী, উখড়া, মেছাঘনা,হাসানপুর মিকশিমিয়, খর্নিয়া রানাই, রংপুর, রঘুনাথ কৃষ্ণনগর, রামকৃষ্ণপুর গজেন্দ্রপুর, শাহাপুর, দেডুলী সহ গুটুদিয়া ইউনিয়নের লতা,খামারবাড়ি, আড়ঙঘাটা, পশ্চিম বিলপাবলা, বিলপাবলা, কুলটি, পঞ্চ, মির্জাপুর, খড়িয়া সহ প্রত্যন্ত গ্রামের মানুষ এই জলবদ্ধতার কবলে পড়বে বলে শঙ্কিত জীবন যাপন করছে। এসব এলাকায় মানুষের বসতঘর পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম। এই জলবদ্ধতার কারনে হাজার হাজার একর আবাদি জমি অনাবাদি জমিতে পরিনত হওয়ার আশংকা দেখা দিয়েছে। এই মৌসুমে এসব এলাকায় আমন ধান চাষ করা অসম্ভব হয়ে পড়েছে। চাষীদের মধ্যে দেখা দিয়েছে দূর্ভোগ। উৎপাদন কমে গিয়েছে সবজি জাতীয় কাচা মালের। নানা মুখি সংকটের আশংঙ্খায় ভুগছে এ অঞ্চলের হাজারো শ্রমজীবী পেশার মানুষ।

জলবদ্ধতার কারণে এ এলাকায় বেড়ে গিয়েছে নানান পানিবাহিত রোগ। এ অঞ্চলের অর্থনীতি ও জনস্বাস্থ্য পড়েছে হুমকির মুখে। এই বন্দিদশা থেকে মুক্তি চেয়ে এ অঞ্চলের মানুষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

স্থানীয় জন প্রতিনিধিরা বলছেন এ সব এলাকার হাজার হাজার বিঘা জমিতে ধান ও সবজি চাষ ব্যহত হচ্ছে। পানি পঁচে ঘেরের মাছ ও শাক-সবজি গাছ মারা যাচ্ছে। এই জলবদ্ধতা নিরসনে জরুরী ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরো বড় ধরনের সমস্যা দেখা দিবে।

এ দিকে ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন বলেন, এ মৌসুমে ৯ হেক্টর জমিতে আমন ও সবজি জায়তীয় কাচা মালের উৎপাদন কমেছে এবং কয়েক হেক্টর আবাদি জমি অনাবাদি জমিতে পরিনত হতে পারে।

এ বিষয়ে পাউবো বিভাগ-১ খুলনা এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া বলেন, জলবদ্ধতা নিরশনে আমাদের জরুরি প্রকল্পের খনন কাজ চলমান রয়েছে। যেহেতু নদী ভরাট হয়ে গিয়েছে সেহেতু স্থায়ী সমাধান কি হতে পারে সে বিষয়ে গবেষণা
চলছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

ডুমুরিয়া উপজেলার হাট বাজারে ভেজাল চালে সয়লাব

দক্ষিণ জনপদের দক্ষ রাজনীতিক ও সাংবাদিক ছিলেন সৈয়দ ঈসা: মন্টু

খুলনায় চুরির ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪

তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দদের অভিনন্দন জানিয়ে সুন্দরবন কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দদের অভিনন্দন জানিয়ে কমার্স কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

মেয়র হতে নয়, মামলা ক‌রে‌ছি ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।