ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে পিকআপ ভ্যানের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। সোমবার (২৫ আগস্ট) সকাল পৌনে নয়টার দিকে উপজেলার গুটুদিয়া ইউনিয়নের পূর্ব জিলেরডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ডুমুরিয়া উপজেলার উত্তর কালিকাপুর গ্রামের রিনা বেগম (৩৬) ও বাগদাড়ি গ্রামের রুস্তম আলী খান (৬৪), ইজিবাইকের চালক খরসন্ডা সাহস গ্রামের মুজাহিদুল ইসলাম মোড়ল (২৫) এবং একই গ্রামের হাফিজুর রহমান (৫০)।
পুলিশ, ফায়ার সার্ভিস ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, আজ সকালে খুলনা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিল ওই পিকআপ। অন্যদিকে ডুমুরিয়া থেকে খুলনার দিকে যাচ্ছিল ইজিবাইকটি। সকাল পৌনে নয়টার দিকে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের পূর্ব জিলেরডাঙ্গা এলাকায় এই দুই যানের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে সেখানে উদ্ধার অভিযান চালায় ডুমুরিয়া ফায়ার স্টেশনের একটি দল।
আজ বেলা দুইটার দিকে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত রিনা বেগম ও রুস্তম আলী খানকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ইজিবাইক চালক মুজাহিদুল ইসলাম মোড়ল ও হাফিজুর রহমান মারা যান।