সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
ডিবি পুলিশকে কোপালো মাদক কারবারিরা | চ্যানেল খুলনা

ডিবি পুলিশকে কোপালো মাদক কারবারিরা

বরিশালের বাবুগঞ্জে মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদক কারবারিদের হামলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক কনস্টেবলসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলার দেহেরগতি ইউনিয়নের দারোগারহাট এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় আহত কনস্টেবলের নাম মো. ইমরান। আহত অপর দুজন হচ্ছেন সাগর ও শাওন। তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের শরীরে চাকুর আঘাতে জখম হয় বলে জানা গেছে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ‘মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় এসআই গোলাম আজম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মামলার নম্বর ০১, তারিখ ০৩-০৭-২৫। মামলায় সাগর নামে একজন নামীয় এবং আরও ৫/৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।’

বরিশাল জেলা ডিবির পরিদর্শক মোস্তফা আনোয়ার জানান, দারোগারহাট এলাকার হারুন খার ফার্মের বাগানে অভিযানে গেলে মাদক কারবারি সাগর ও তার সহযোগীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও মারামারির ঘটনা ঘটে। এতে কনস্টেবল ইমরান চাকুর আঘাতে বাম গালসহ শরীরের তিনটি স্থানে জখম হন। একই ঘটনায় সাগর (২৭) ও শাওন (২৫) আহত হন।

এ ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়। আহত তিনজনকেই সন্ধ্যায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পালিয়ে যাওয়া মাদক কারবারিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে ডিবি।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

ডিবি পুলিশকে কোপালো মাদক কারবারিরা

কুমিল্লায় মা-দুই সন্তানকে পিটিয়ে হত্যার ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি

খাবার দেওয়ার কথা বলে দুই শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার হুমকি, আসামি গ্রেফতার

মুরাদনগরকাণ্ডে ভিডিও ছড়িয়ে দেওয়ার ৪ আসামির ৩ দিনের রিমান্ড

থানায় হামলা চালিয়ে ২ আসামি ছিনতাই-ভাঙচুর, পুলিশসহ আহত ২০

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।