শুক্রবার নগরের খালিশপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, (আইডিইবি) খুলনা জেলা কার্যালয়ে বি জে এম সি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি কাজী মহিউদ্দিনের সভাপতিত্বে প্রকৌশলী নাজমুল কবির এর সঞ্চালনায় বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশে বর্তমান প্রকৌশল সেক্টরে যে অস্থিরতা বিরাজ করছে এ বিষয়ে নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেন। বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক প্রেরিত এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ কর্তৃক প্রেরিত সাত দফা দাবির সঙ্গে ঐক্যমত পোষণ করে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক তিন দফা দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন।
বক্তারা বলেন, অস্তিত্বের লড়াইয়ের ক্ষেত্রে কোন আপোষ করা সম্ভব নয়। মীমাংসিত বিষয় নিয়ে ডিগ্রী ইঞ্জিনিয়াররা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। দেশকে অস্থিতিশীল করে বর্তমান সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে নীল নকশা তৈরি করছে।
সভায় ডিগ্রি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক তিন দফা অবিলম্বে বাতিল সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাত দফা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান। সভায় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি অহিদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুর রহমান আশা, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাহলান, শফিকুল ইসলাম, সাংগঠনিক এস এম মহিবুব ইসলাম মামুন, অর্থ সম্পাদক আলাউদ্দিন, সহ দপ্তর সম্পাদক শাহ নেওয়াজ শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শওকত হোসেন রাজা, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম, সহ ক্রিয়া ও সাংস্কৃতিক ওবায়দুল কাদের, সম্মানিত সদস্য কাজী শাহাবুদ্দিন, আব্দুল আলিম , বিপ্লব হালদার, আব্দুর রউফ, শহিদুল ইসলাম সহ প্রমুখ।
সভা শেষে ক্যান্সার রোগাক্রান্ত সহ-সভাপতি প্রকৌশলী ওহিদুর রহমানের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়।