সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ডহর-মশিয়াহাটিতে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান | চ্যানেল খুলনা

ডহর-মশিয়াহাটিতে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান

যশোর জেলার অভয়নগর থানাধীন কুলটিয়া গ্রামে অবস্থিত মণীন্দ্র-পদ্মাবতী স্মৃতি গ্রন্থাগার কর্তৃক ডহর-মশিয়াহাটিতে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়। বৃহস্পতিবার (১৯ জুন) ক্ষতিগ্রস্ত ১৭ টি পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারকে একটি ইলেট্রিক রাইস কুকার, একটি মশারি ও আংশিক ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ২২ মে, ২০২৫ খ্রি. তারিখে আনুমানিক রাত আটটার দিকে মৎস্যখামারি ও কৃষক দল নেতা তরিকুল ইসলাম হত্যার ঘটনাকে কেন্দ্র করে ডহর-মশিয়াহাটির ১৯/২০টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এতে ১৭টি বাড়ি শতভাগ ভস্মীভূত এবং ৩/৪ টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারি, বেসরকারি, আঞ্চলিক ও ব্যক্তিগত উদ্যোগে সহায়তা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। মণীন্দ্র-পদ্মাবতী স্মৃতি গ্রন্থাগারের “এই ক্ষুদ্র সংযোগ ক্ষতিগ্রস্তদের জন্য সামান্য সাহস জোগানোমাত্র”– বলেছেন মণীন্দ্র-পদ্মাবতী স্মৃতি গ্রন্থাগারের তত্ত্বাবধায়ক অবসরপ্রাপ্ত শিক্ষক পরিতোষ কুমার বিশ্বাস। মূলত তাঁদের ভাই-বোনের অর্থ সহায়তায় এই জনকল্যাণমূলক গ্রন্থাগারটি পরিচালিত হয়। মেধাবী শিক্ষার্থীদের মাসিক বৃত্তিসহ নিয়মিতভাবে একটি ত্রৈমাসিক সাহিত্য পত্রিকাও এই গ্রন্থাগারের তত্ত্বাবধানে প্রকাশিত হয়। অঞ্চলের নানা কল্যাণমুখী কাজে প্রতিষ্ঠান-সংশ্লিষ্টদের রয়েছে বিশেষ অবদান।

সহায়তা প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন মশিয়াহাটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিশান্ত মণ্ডল, বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কুলটিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সভাপতি মোঃ হামিদুল ইসলাম, কবি ও অভিনেতা নিত্যজিৎ বিশ্বাস, শিক্ষিকা সুমনা বিশ্বাস, অধ্যাপক কনার মণ্ডলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক লেখক অধ্যাপক মিলন রায়। – বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

ভারত থেকে বেনাপোল বন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

শার্শায় বিদেশ ফেরত বাবলুর বাণিজ্যিক ভাবে দুম্বা চাষে সফলতা

যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা

বেনাপোল বন্দরে চাঁদাবাজির অভিযোগে বাণিজ্যিক সংগঠনের সংবাদ সম্মেলন

যশোরে দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।