সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
টিকা নিবন্ধনকারীর সংখ্যা প্রায় দেড় কোটি | চ্যানেল খুলনা

টিকা নিবন্ধনকারীর সংখ্যা প্রায় দেড় কোটি

দেশে করোনাভাইরাসের টিকা গ্রহণ করতে ইচ্ছুক নিবন্ধনকারীর সংখ্যা দেড় কোটি ছুঁই ছুঁই করছে। শনিবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ১ কোটি ৪৯ লাখ ৮৩ হাজার ৯৯০ জন।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে শনিবার রাজধানীসহ সারাদেশে বর্তমানে চীনের সিনোফার্ম ও যুক্তরাষ্ট্রের মডার্না এবং ফাইজারের টিকা দেয়া হয়। ফাইজারের প্রথম ডোজের টিকা নেন ২০ জন। তাদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৭ জন নারী। এ নিয়ে ফাইজারের প্রথম ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা ৫০ হাজার ২৫৫ জন হলো। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৭৭৪ জন। এদের মধ্যে পুরুষ ৪৯৪ জন ও নারী ২৮০ জন। এ নিয়ে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৮৩৬ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ লাখ ১২ হাজার ১৬৩ জন সিনোফার্মের প্রথম ডোজের টিকা গ্রহণ করেন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ১৮ হাজার ৯৭০ জন ও ৯৩ হাজার ১৯৩ জন নারী রয়েছেন। এ নিয়ে চীনের সিনোফার্মের প্রথম ডোজের মোট টিকা গ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ২২ লাখ ৪৮ হাজার ১০৬ জন হলো।
সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৯ হাজার ১২৮ জন। তাদের মধ্যে পুরুষ ৪ হাজার ৩৯৬ জন ও নারী ৪ হাজার ৭৩২ জন। এ নিয়ে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেছেন ৩৯ হাজার ৮৩৬ জন।
শনিবার মডার্নার প্রথম ডোজের টিকা গ্রহণ করেন ৭২ হাজার ৫৪২ জন। তাদের মধ্যে পুরুষ ৪৩ হাজার ৯৩২ জন ও ২৮ হাজার ৬১০ জন নারী রয়েছেন। এ নিয়ে মডার্নার প্রথম ডোজের মোট টিকা গ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৬ লাখ ৮৭ হাজার ৬৮১ জন হয়েছে।

https://channelkhulna.tv/

বাংলাদেশ আরও সংবাদ

একসঙ্গে কি দেশে ফিরছেন পিনাকী-ইলিয়াস-কনক?

এবার বন্ধ হচ্ছে আ.লীগ-সংশ্লিষ্ট সব পেজ

আমি যদি কর্মসূচি ঘোষণা নাও দিতে পারি, আন্দোলন চালিয়ে যাবেন

আ.লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন আইন উপদেষ্টা

ছাত্রদের আরেক নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।