সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
টানা ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি চালু | চ্যানেল খুলনা

টানা ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি চালু

ছুটি শেষে বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে দুই বন্দরের মধ্যে পণ্যবোঝাই ট্রাক আসা-যাওয়া করছে। ভারতের পেট্রাপোল বন্দর থেকে আমদানি পণ্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে ঢুকেছে। বেনাপোল থেকেও রপ্তানি পণ্য নিয়ে পেট্রাপোল বন্দরে যাচ্ছে বলে জানিয়েছেন বেনাপোল শুল্ক ভবনের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের।

ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, পূজায় ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে ৩ অক্টোবর (শুক্রবার) পর্যন্ত পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। ৪ অক্টোবর শনিবার সকাল থেকে আমদানি-রপ্তানি চালু হয়েছে। ভারতের পেট্রাপোলে পণ্যবাহী ট্রাকের জট রয়েছে।

তিনি বলেন, বন্দরে কয়েকশ’ পণ্যবোঝাই ট্রাক অপেক্ষা করছিল। ছুটি শেষে এসব পণ্য পেট্রাপোল থেকে বেনাপোল বন্দরে ঢুকতে শুরু করেছে। টানা ছুটির কারণে পেট্রাপোল বন্দর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, পূজার ছুটি শেষে শনিবার সকাল থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য পুনরায় চালু হয়েছে। তবে পেট্রাপোল বন্দরে সিএন্ডএফ অফিসের স্টাফদের উপস্থিতি কম থাকায় আমদানি-রপ্তানি বাণিজ্যের গতি অন্যান্য দিনের চেয়ে কম।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) মো. শামীম হোসেন বলেন, দুর্গোৎসবের কারণে ভারতে পাঁচ দিন সরকারি ছুটি ছিল। শুক্রবার আমাদের সাপ্তাহিক ছুটি থাকায় বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। ছুটি শেষে শনিবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি পুনরায় চালু হয়েছে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষনায় আমদানিকৃত কোটি টাকা মূল‍্যের পন্য জব্দ

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে “শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ” এর পক্ষ থেকে গাছের চারা বিতরণ

যশোরে আগ্নেয়াস্ত্র-ওয়াকিটকিসহ চার যুবক গ্রেফতার

ভারতীয় ডেপুটি হাইকমিশনারের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন

ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় ছেলে খুন, বাবা গুরুতর জখম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।