সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জয়সুরিয়াকে ছাড়িয়ে গেলেন সাকিব | চ্যানেল খুলনা

জয়সুরিয়াকে ছাড়িয়ে গেলেন সাকিব

শ্রীলংকার সাবেক তারকা ক্রিকেটার সনাথ জয়সুরিয়াকে ছাড়িয়ে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসের পাশে সাকিব আল হাসান। ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে এক সময়ে কিংবদন্তি শচীনকেও ছাড়িয়ে যেতে পারেন সাকিব।

ম্যাচ ফিক্সিংয়ের এক বছরের নিষেধাজ্ঞা থেকে ফিরে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান। তার রাজসিক প্রত্যাবর্তনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জিতল টাইগাররা।

সিরিজে ধারাবাহিক পারফর্ম করেছেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচে মিরপুরে ৭.২ ওভারে মাত্র ৮ রানে ৪ উইকেট শিকার করেন তিনি। ব্যাট হাতে সংগ্রহ করেন ১৯ রান।

দ্বিতীয় ম্যাচে ৩০ রানে দুই উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

সোমবার চট্টগ্রামে তৃতীয় ও শেষ ম্যাচে ৮১ বলে ৫১ রান করেন সাকিব। এ দিন ফিফটি রান করার মধ্য দিয়ে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে দেশের মাঠে ৬ হাজার রান সংগ্রহের পাশাপাশি ৩০০ উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়েন।

উইন্ডিজ সিরিজে তৃতীয় সর্বোচ্চ ১১৩ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে দ্বিতীয় সর্বোচ্চ ৬ উইকেট শিকার করে ম্যান অব দ্য সিরিজ পুরস্কার জিতেন সাকিব আল হাসান।

আন্তর্জাতিক ক্যারিয়ারে সাকিব এ নিয়ে ১৪ বার সিরিজ সেরার পুরস্কার জিতেছেন। ১৩ বার সিরিজ সেরা হয়েছেন শ্রীলংকান সাবেক তারকা ক্রিকেটার সনাথ জয়সুরিয়া। ১৫ বার সিরিজ সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার জ্যাক ক্যালিস।

দ্বিতীয় সর্বোচ্চ ১৮ বার সিরিজ সেরা হয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ২০ বার সিরিজ সেরা হয়েছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

আবার ‘আন্ডাররেটেড’ তাইজুলের বন্দনায় মুখর তামিম

বাবর না কোহলি-বেতন বেশি কার?

সিলেট স্টেডিয়ামে খেলা চলাকালীন বিসিবি কর্মকর্তার মৃত্যু

সিলেট টেস্টের প্রথম দিনে জিম্বাবুয়ের দাপট

মুশফিকদের নিয়ে জন্মদিন উদযাপন হেড কোচ সিমন্সের

অনন্যাকে নগ্ন ছবি পাঠাতেন ক্রিকেটাররা!

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।