সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জুলাই গণ-অভ্যুত্থান ছিল চাঁদাবাজ ও লগি-বইঠার বিরুদ্ধে একটি আন্দোলন: নাহিদ | চ্যানেল খুলনা

জুলাই গণ-অভ্যুত্থান ছিল চাঁদাবাজ ও লগি-বইঠার বিরুদ্ধে একটি আন্দোলন: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান ছিল নতুন বাংলাদেশ গড়ার একটি স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। জুলাই গণ-অভ্যুত্থান ছিল চাঁদাবাজদের বিরুদ্ধে, লগি-বইঠার বিরুদ্ধে একটি আন্দোলন। কিন্তু আজ দেশে আবার নতুন করে চাঁদাবাজদের দৌরাত্ম্য দেখা যাচ্ছে। আমরা যখন খুলনায় পদযাত্রা নিয়ে আসছি, তখন রাজধানী ঢাকায় চাঁদার দাবিতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হচ্ছে।’ শুক্রবার (১১ জুলাই) রাতে নগরীর শিববাড়ী মোড়ে পথসভায় বক্তব্যকালে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এমন প্রত্যাশা নিয়ে জুলাই আন্দোলন হয়নি। সুতরাং জুলাই গণ-অভ্যুত্থান ছিল নতুন বাংলাদেশ গড়ার একটি স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।

নাহিদ আরও বলেন, মিল-কলকারখানা বন্ধ করে আওয়ামী লীগ খুলনা শিল্পনগরীর ঐতিহ্য ধ্বংস করেছিল। সুন্দরবন ধ্বংসের জন্য রামপালে বিদ্যুৎকেন্দ্র করেছিল। এসবের বিরুদ্ধে আবারও সোচ্চার হতে হবে। শিল্প গড়তে হবে, সুন্দরবন রক্ষা করতে হবে। চাঁদাবাজির বিরুদ্ধে আবারও প্রস্তুতি নিতে হবে আন্দোলনের। তিনি আগামী ৩ আগস্ট ঢাকায় জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য খুলনাবাসীর প্রতি আহ্বান জানান।

যশোর থেকে সড়কপথে পদযাত্রাসহকারে নাহিদ ইসলামসহ এনসিপি নেতারা সন্ধ্যায় খুলনায় পৌঁছেন। মাগরিবের পর শুরু হওয়া এ পথসভা শেষ হয় রাত পৌনে ৯টায়। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করেন।

মঞ্চে ছিলেন, জুলাই শহীদদের পরিবারের সদস্যরা। পথসভা হলেও মূলত সেটি একটি সমাবেশে রূপ নেয়। পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নুসরাত তাবাসসুমসহ কেন্দ্রীয় নেতারা।

সন্ধ্যা সোয়া ৬টায় পদযাত্রাসহকারে এনসিপি নেতারা খুলনার শিববাড়ী মোড়ের হোটেল টাইগার গার্ডেনে পৌঁছান। সেখান থেকে মাগরিব বাদ পথসভার মঞ্চে পৌঁছালে জাতীয় পতাকা ও ফুল দিয়ে তাঁদের স্বাগত জানানো হয়।

শিববাড়ীর পথসভা রূপ নেয় সমাবেশে। পরে নেতারা শিল্পাঞ্চল খালিশপুরের পিপলস্ গোল চত্বরে যান এবং সেখানে অপর একটি সমাবেশে যোগ দেন। রাতে জুলাই শহীদ সাকিব রায়হানের বাবা-মায়ের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে এনসিপি নেতাদের।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

ফেব্রুয়ারির নির্বাচন বানচালের ষড়যন্ত্র থেকে নুরের ওপর হামলা: এ্যানি

ফ্যাসিবাদবিরোধী সব দলকে নিয়ে জাতীয় ঐকমত্যের সরকার হবে: এ্যানি

ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থকদের সঙ্গে ইসিতে বিএনপির আরও এক গ্রুপের মারামারি

নাশকতার মামলায় মির্জা ফখরুলসহ বিএনপির ৬৫ জনকে অব্যাহতি

ভরাডুবি হবে জেনেই নির্বাচন চাইছে না কিছু খুচরা পার্টি: দুদু

নির্বাচনের খবর ছড়িয়ে পড়ায় বিনিয়োগকারীরা প্রস্তুতি নিচ্ছেন: আমীর খসরু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।