সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
অটোচালককে কত টাকা পুরস্কার দিলেন সাইফ | চ্যানেল খুলনা

অটোচালককে কত টাকা পুরস্কার দিলেন সাইফ

বলিউড অভিনেতা সাইফ আলি খানের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল গত মঙ্গলবারই। অভিনেতার সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছিলেন অটোচালক ভজন। ছবিতে দেখা গেছে, হাসপাতালের বিছানায় বসে আছেন সাইফ। বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন। নির্ধারিত সময়ের মিনিট পাঁচেক দেরিতেই ঢোকেন ভজন। হাসপাতালে ঢোকামাত্রই সোজা তাকে নিয়ে যাওয়া হয় অভিনেতার কক্ষে। দরজা খুলে দেখেন বিছানায় বসে নবাব।

ভজন বলেন, যখন ওনার ঘরে ঢুকলাম, দেখলাম- তার মাসহ গোটা পরিবার সেখানে উপস্থিত। সবার চোখেমুখেই চিন্তার ছাপ। কিন্তু আমাকে ভীষণ সম্মান দিয়েছেন তারা সবাই। তিনি বলেন, আমাকে ডেকেছেন, ভালো লেগেছে। তেমন কিছু না, একেবারেই সাধারণ সাক্ষাৎ। আমি ওনার জন্য আগেও প্রার্থনা করেছি, এখনো তা-ই করব। তবে শুধু সাক্ষাতেই নয়, তাকে আর্থিক সাহায্যও করেছেন অভিনেতা বলে জানান অটোচালক।

এর আগে যখন হাসপাতালে সাইফ আলিকে নিয়ে যান ভজন, তখন কোনো ভাড়া তিনি চাননি। সেই সময় টাকা দেওয়ার মতো অবস্থায় ছিলেন না তিনি। তবে সুস্থ হতেই ভজনকে ডেকে ধন্যবাদ জানান সাইফ। অভিনেতা বলেন, সেই রাতে সময়মতো আপনি পৌঁছে দিয়েছেন, অনেক ধন্যবাদ।

তা হলে কি সুস্থ হতেই সেদিনের ভাড়া মিটিয়ে দিলেন সাইফ?-এমন প্রশ্নের উত্তরে অটোচালক ভজন বলেন, টাকা-পয়সার বিষয়ে কিছু জানি না। আমি সেদিনও কিছু চাইনি, আজও কিছু চাইব না। দিলেও ভালো, না দিলেও আক্ষেপ নেই।

একটি সূত্রের খবর, সাইফ আলি খান সে রাতের কথা মাথায় রেখে ৫০ হাজার টাকা পুরস্কার তুলে দেন অটোচালক ভজনের হাতে। যদিও এর আগেই এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে ভজন ১১ হাজার টাকা পুরস্কার পেয়েছেন।

উল্লেখ্য, অভিনেতা সাইফ আলি খান বুধবার (১৫ জানুয়ারি) গভীর রাতে নিজ বাড়িতে দুষ্কৃতকারীর হাতে আক্রান্ত হওয়ার পর মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে শয্যাশায়ী ছিলেন। সেখানে তাকে অস্ত্রোপচার করানো হয়। সফল অস্ত্রোপচারের পর তাকে আইসিইউ থেকে জেনারেল বেডে নেওয়া হয়। তবে শারীরিক অবস্থার উন্নতি হলেও মেরুদণ্ডের আঘাতপ্রাপ্ত স্থানে ক্ষত হওয়ার শঙ্কা ছিল। অবশেষে পাঁচ দিন হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে মঙ্গলবার (২১ জানুয়ারি) বাড়ি ফেরেন অভিনেতা। আর এ পতৌদি পরিবারের নবাবকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে যান অটোচালক ভজন।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

‘কুরুচিপূর্ণ’ ফটো কার্ড নিয়ে হিমির অভিযোগের পর দুঃখ প্রকাশ করল লেজার ভিশন

অস্ট্রেলিয়ার রাস্তায় আমির খানের সঙ্গে দিব্য জ্যোতি

‘আন্ধার’ সিনেমায় সিয়ামের নায়িকা তুষি

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ নিয়ে সুখবর জানালেন প্রযোজক

গাজার শিশুদের জন্য পোপের কাছে ম্যাডোনার আবেদন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।