সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
জাদুকরী স্বপ্ন দেখাব না : তাপস | চ্যানেল খুলনা

জাদুকরী স্বপ্ন দেখাব না : তাপস

চ্যানেল খুলনা ডেস্কঃকোনো জাদুকরী স্বপ্ন দেখাবে না উল্লেখ করে ঢাকা দক্ষিণের আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস বলেন, বাস্তবে যা করতে পারব না, সেই প্রতিশ্রুতি আমি দেব না। বুধবার (২২ জানুয়ারি) বিকালে পুরান ঢাকার কারা কনভেনশন হলে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ আয়োজিত ‘ব্যবসায়ী সম্মেলন’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তাপস বলেন, আমি একজন ব্যবসায়ী বলে ব্যবসায়ীদের সমস্যা বুঝতে পারি। একজন ব্যবসায়ীর চিন্তা-চেতনা এবং তার দৈনন্দিন চিন্তা-চেতনা অনুধাবনের ক্ষমতা আমার আছে। আমার কাছে কোনো জাদুর কাঠি, কিংবা জাদুর টুপি নেই যে আমি আপনাদের কোনো জাদুকরী স্বপ্ন দেখাব। আমি একজন বাস্তবভিত্তিক ব্যক্তি। আমার দেওয়া পাঁচটি ধাপের মধ্যে কোনো স্বপ্ন নেই, যা আছে সবই বাস্তবতা।

আওয়ামী লীগের এই মেয়রপ্রার্থী বলেন, আমি ব্যবসায়ীসহ ঢাকাবাসীর সমস্যা সমাধানের জনই সংসদ সদস্য পদ ছেড়ে মেয়র নির্বাচনের চ্যালেঞ্জ নিয়েছি। সংসদ সদস্য পথ থেকে যখন পদত্যাগ করে জীবনের একটা বড় প্রাপ্তি ছেড়ে দিয়েছি। তবে ব্যর্থতার গ্লানি নিয়ে ফিরে যাওয়ার জন্য সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করিনি।

ব্যবসায়ীদের সমস্যা সমাধানে আশ্বাস দিয়ে তাপস বলেন, আমাকে তালিকা দেওয়া হয়েছে, ব্যবসায়ী নেতৃবৃন্দের কিছু মতামতও দেওয়া হয়েছে। এখানে মাত্র ২৮টি সমস্যার কথা বলা হয়েছে, কিন্তু আমি ভেবেছিলাম ২ হাজার ৮০০ সমস্যা হয়তো দেবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম। এই ব্যবসায়ী সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, এ কে আজাদ, শফিউল আলম মহিউদ্দিন, ব্যবসায়ী নেতা আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, রেজাউল করিম রেজনু, সিদ্দিকুর রহমান প্রমুখ।

এ সময় ক্ষমতাসীন দলের এই মেয়রপ্রার্থী দুর্নীতিমুক্ত নগর ভবন, ঢাকায় সুপেয় পানি সরবরাহের জন্য নির্দিষ্ট স্থান করে দেওয়া, ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স পাওয়ার হয়রানির অবসান ঘটিয়ে পাঁচ কর্মদিবসের মধ্যে তা দেওয়া, ব্যবসায়ীদের জন্য সিটি করপোরেশনে হেল্প ডেস্ক চালু এবং হোল্ডিং ট্যাক্স কমানোর প্রতিশ্রুতি দেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

‘দেশের মানুষের দারিদ্রের হার ১৮.৭০ শতাংশে নেমে এসেছে’

অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, মায়ের কারাদণ্ড

যুবককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই, ৩৬ ঘণ্টা পর উদ্ধার

কুষ্টিয়ায় রেস্তোরাঁয় ঢুকে ৩ জনকে ছুরিকাঘাত

জার্মানি সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

ঢাকার উদ্দেশে মিউনিখ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।