সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
‘জলবায়ু পরিবর্তনের অভিযোজনকে সফল করতে নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে’ | চ্যানেল খুলনা

‘জলবায়ু পরিবর্তনের অভিযোজনকে সফল করতে নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তনের অভিযোজনকে যদি সফল করতে হয়, কার্যকর করতে হয় সেক্ষেত্রে আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে আমাদের নিজস্ব সক্ষমতা আরও বাড়াতে হবে।

সোমবার (১৪ জুলাই) রাজধানীর চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘এ সিগনিফিকেন্ট স্টেপ ফরওয়ার্ড ইন ফ্লাড প্রিপেয়ার্ডনেস: দ্য অফিসিয়াল লঞ্চ অব দ্য ফ্লাড ফোরকাস্টিং অ্যান্ড ওয়ার্নিং সেন্টারস (এফএফডব্লিউসি) আপগ্রেডেড ওয়েবসাইট অ্যান্ড ডিসিশন সাপোর্ট সিস্টেম’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উপদেষ্টা বলেন, আবহাওয়ার পূর্বাভাস যত বেশি স্মার্ট করা যায় এখানেই আমাদের সরকারকে অনেকটা টাকা বিনিয়োগ করতে হবে। অর্থ, মেধা, শ্রম সবই বিনিয়োগ করতে হবে। যোগাযোগ বাড়াতে হবে, নেটওয়ার্কিং করতে হবে। কারণ আপনি যদি সত্যিকার অর্থে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রস্তুতি রাখতে চান তাহলে এখানেই আমাদের প্রধান কাজ হতে পারে। এখানে আমাদের অবশ্যই বিনিয়োগ করতে হবে। দুর্যোগ প্রস্তুতিটাকে আমাদের সত্যিকার অর্থেই শক্তিশালী করতে হবে। জলবায়ু পরিবর্তনের পরিবর্তিত বাস্তবতায় ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়ার একটা উপায় হচ্ছে- সতর্কবার্তাগুলো দেওয়ার ক্ষেত্রে এক্সিলেন্স গড়ে তোলা।

রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশে জলবায়ু অভিগম্যতা, জলবায়ু পরিবর্তনের অভিযোজন সক্ষমতা বাড়াতে হলে ওয়েবসাইটের মাধ্যমে আগে সঠিক তথ্য দেওয়ার মতো জাতীয় কাজগুলোকে আরও বেশি কার্যকর, আরও বেশি ব্যাপক, আরও বেশি বিস্তৃত করতে হবে। যেমন-নদী ভাঙনের বিষয়গুলোকেও ওয়েবসাইটের মাধ্যমে পূর্বাভাস দেওয়ার বিষয়টি নিয়ে আসার বিকল্প নেই।

উপদেষ্টা বলেন, এখানে আপনারা আবহাওয়ার পূর্বাভাস দিয়ে থাকেন, বন্যাতেও পূর্বাভাস দেওয়া হয়। নদী ভাঙনের ক্ষেত্রেও আমাদের আগাম বার্তা দিতে হবে, যাতে মানুষ সতর্ক হতে পারে। নদী ভাঙনের ক্ষেত্রে আমাদের আরও স্মার্টলি বলতে পারতে হবে। কোন কোন জায়গাতে এই মৌসুমে আমরা নদী ভাঙনে পড়তেছি আমাদের জানতে হবে। আগে থেকে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোন কোন নদীতে ভাঙন বাড়তে পারে, এক্ষেত্রে নদী গবেষণা ইনস্টিটিউটকে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, যুক্তরাজ্য আমাদের খুব আগ্রহ দেখাচ্ছে যে তারা আমাদের আবহাওয়ার ওপর সাইট স্পেসিফিক ডাটা সরবরাহ করবে, তারা আমাদের সঙ্গে হয়তো একটা সমঝোতায় যাবে, যাতে তাদের সঙ্গে আমরা আমাদের আবহাওয়ার রিয়েল টাইম ডাটা বিনিময় করতে পারি।

রিজওয়ানা হাসান বলেন, ওয়েবসাইটে যে ডাটা দেওয়া হবে এটা যেন মাঠ পর্যায়ে যারা প্রশাসনে আছেন, তারা যেন বুঝতে পারেন এবং এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এই ওয়েবসাইটের ডাটা এক্সেস-এর ক্ষেত্রে তাদের আমরা বুঝিয়ে দেওয়ার কাজটি করতে হবে, যাতে তারা আজকে উদ্বোধনকৃত এই ওয়েবসাইটের ডাটাগুলো সহজে বুঝতে পারে।

অনুষ্ঠানের শুরুতে উপদেষ্টা রিজওয়ানা হাসান ফ্লাড ফোরকাস্টিং অ্যান্ড ওয়ার্নিং সেন্টারস (এফএফডব্লিউসি) আপগ্রেডেড ওয়েবসাইট এন্ড ডিসিশন সাপোর্ট সিস্টেম এর ffwc.gov.bd নামের ওয়েবসাইটের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ফ্লাড ফোরকাস্টিং অ্যান্ড ওয়ার্নিং সেন্টারস (এফএফডব্লিউসি) আপগ্রেডেড ওয়েবসাইট (ffwc.gov.bd) ওয়েবসাইটের ওপর বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেমস (রাইমস-বাংলাদেশ) এর কান্টি আইটি-লিড নাজমুল আহসান শাওন ও রাইমস-এর আইটি এক্সপার্ট সজীব হাসান।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক একেএম তাহমিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পানিসম্পদ সচিব নাজমুল আহসান। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ হাবীবুর রহমানসহ পানিসম্পদ মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর/সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

পরিবেশ ও জলবায়ু আরও সংবাদ

‘জলবায়ু পরিবর্তনের প্রভাব সামাজিক স্থিতিশীলতাকেও প্রভাবিত করছে‘

সহনীয় বাতাস নিয়েও বায়ুদূষণের তালিকায় আজ এগিয়েছে ঢাকা

বৃষ্টি কমিয়েছে দূষণ, ঢাকার অবস্থান ২৯তম

জলবায়ুর পরিবর্তনে দুর্যোগ ঝুঁকিতে উপকূলীয় কলাপাড়ায় কৃষি ও জেলে পেশায় ভয়াবহ সংকট

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভূগর্ভস্থ পানিতে বাড়ছে বিষাক্ততা

জলবায়ু সংকট মোকাবেলায় উপকূলে লবণ পানি সহনশীল গাছ লাগান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।