সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে লেডি হিটলার শেখ হাসিনার পতন হয়েছে : আজিজুল বারী হেলাল | চ্যানেল খুলনা

ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে লেডি হিটলার শেখ হাসিনার পতন হয়েছে : আজিজুল বারী হেলাল

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের যেভাবে পতন হয়েছিলো ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে লেডি হিটলার শেখ হাসিনার সেভাবে পতন হয়েছে। হিটলারের নাৎসি পার্টিকে যেভাবে র্জামানের মানুষ প্রত্যাখান করেছিলো, আওয়ামী লীগকে সেভাবে বাংলার মানুষ প্রত্যাখান করেছে। অবিলম্বে শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেফতার করতে হবে। হাজার হাজার ছাত্র-জনতাকে গণহত্যা, ইলিয়াস আলীসহ হাজার হাজার মানুষকে গুমের অভিযোগে শেখ হাসিনা ও তার দোসরদের ফঁসি কার্যকর করতে হবে।

গণহত্যাকারীদের বিচারের দাবিতে বুধবার (১৪ আগস্ট) কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং মহানগরী, নগরীর বিভিন্ন থানায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনা বর্তমান বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার। হাজার হাজার মানুষের খুনী। গণতন্ত্র ধ্বংসকারী। বিশ্বের ইতিহাসে শেখ হাসিনাই প্রথম নারী স্বৈরাচার। তার পতনটা হয়েছে অত্যন্ত নির্মমভাবে। ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ৫ আগস্ট পালিয়ে যাওয়া জুলাই গণহত্যার অভিযুক্ত খুনি শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করতে হবে। ভারতের সাথে বন্দিবিনিময় শর্তে হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। আগস্ট মাসে আমরা দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেয়েছি। অনেক ত্যাগ আর হাজারো ছাত্র-জনতার জীবনের বিনিময় অর্জিত বিজয় নস্যাৎ করতে একটিমহল অপতৎপরতা শুরু করেছে। অপতৎপরতাকারীরা বিভিন্ন জায়গা হামলা, ভাঙচুর ও লুটপাটে ব্যস্ত রয়েছে। ১৭ বছরের বিদায়ী লুটেরা সরকারের অনুসারীরা বিশৃঙ্খলার করছে, অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির অবস্থান দৃঢ়। বিএনপি কোন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত নয়। যারা সন্ত্রাসী লুটপাট ও দখল করছে তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলাবাহিনীকে কঠোর হতে হবে। ১৭ বছরের লুটেরা আওয়ামী লীগ সরকারের লোকজনই লুটপাট করছে। যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করছে তারা পলাতক হাসিনার প্রেত্বাত্মা।

খুলনা অঞ্চলে কোন সনাতন ধর্মালম্ববীদের বাড়িতে হামলা হয়নি উল্লেখ কওে জয়ন্তকুন্ডু আরো বলেন, বাংলার মাটিতে আওয়ামী লীগের পরিচয়ে কারো বসবাসের অধিকার নেই। যেখানেই আওয়ামী লীগ সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। বুধবার বেলা ১১টা থেকে খুলনা মহানগর ও জেলা বিএনপি অবস্থান কর্মসুচি কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় অবস্থান কর্মসুচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর বিএনপির যুগ্ম আহবায়কবৃন্দ, সদর থানা, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

এছাড়া সোনাডাঙ্গা থানা বিএনপি বায়তুন নুর জামে মসজিদের সামনে, খালিশপুর থানা বিএনপি বৈকালী চত্ত্বরে, দৌলতপুর থানা বিএনপি শহীদ মিনার চত্ত্বরে ও খানজাহান আলী থানা বিএনপি ফুলবাড়ি গেট বাসস্ট্যান্ডে কর্মসুচি পালন করেন। প্রতিটি থানার অবস্থান কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ থানা, ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে একই দাবিতে বৃহস্পতিবার (১৫ আগস্ট) মহানগর ও জেলা বিএনপিসহ সকল থানায় কর্মসুচি পালিত হবে।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

দুই একজন উপদেষ্টা এবং প্রশাসন ষড়যন্ত্র করে একটি দলকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করছে: মিয়া গোলাম পরওয়ার

বাগদান সম্পন্ন করে বিয়ের আংটি পরলেন ইশরাক

তোমাদের মার্কাতে বাধা দিইনি, অযথা ধানের শীষ নিয়ে টানাটানি কেন: মির্জা ফখরুল

কেউ চেয়ারম্যান-মেম্বার হতে চায় না, সবাই এমপি হতে চায়: শামা ওবায়েদ

আমি নই, জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড জনগণ: বিবিসি বাংলাকে তারেক রহমান

জুলাই সনদ নিয়ে ঐকমত্য না হলে আরেকটি অভ্যুত্থান অনিবার্য: এবি পার্টির মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।