সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
চ্যাম্পিয়ন বাংলাদেশের ম্যাচ কবে, কাদের সঙ্গে | চ্যানেল খুলনা

চ্যাম্পিয়ন বাংলাদেশের ম্যাচ কবে, কাদের সঙ্গে

২০২৩ সালে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। শামসুন্নাহার জুনিয়রদের দারুণ পারফরম্যান্সের সৌজন্যে নেপালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা মুকুট পরে তারা। এবার নিজেদের মাঠে আবারও সেই মুকুট ধরে রাখার অভিযান। আগামী পরশু থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণ।

আগামী পরশু শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। চার দলের টুর্নামেন্টে স্বাগতিকেরা নিজেদের প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশ, শ্রীলঙ্কাসহ বাকি দুই দল বর্তমান রানার্সআপ নেপাল ও ভুটান।

গতবারও ছিল চার দলের টুর্নামেন্ট। তবে এবার নিয়মে এসেছে ভিন্নতা। আগের বার রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রথম পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলকে নিয়ে হয়েছিল ফাইনাল ম্যাচ। এবার নতুন নিয়ম ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতি। হবে না ফাইনাল। প্রত্যেক দল নিজেদের মধ্যে দুবার করে মুখোমুখি হবে।

৬টি করে ম্যাচ খেলবে প্রত্যেক দল। যে দল সর্বোচ্চ পয়েন্ট অর্জন করবে তারাই হবে চ্যাম্পিয়ন। সব ম্যাচের ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনা। গতবার ভারত থাকলেও এবার পারিপার্শ্বিক রাজনৈতিক ইস্যুতে বাংলাদেশে দল পাঠাচ্ছে না তারা। নতুন করে সুযোগ পেয়েছে শ্রীলঙ্কার মেয়েরা। ১১ জুলাই তাদের সঙ্গেই উদ্বোধনী ম্যাচ খেলবে বাংলাদেশ।

১৩ জুলাই নেপাল, ১৫ ও ১৭ জুলাই ভুটান, ১৯ জুলাই শ্রীলঙ্কা ও ২১ জুলাই নেপালের সঙ্গে ফিরতে দেখা হবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের। উদ্বোধনী ম্যাচ ও ১৫ জুলাই ভুটানের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বেলা ৩টা থেকে। বাকি চারটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়।

২০১৮ সালে প্রথম অনূর্ধ্ব-১৮ বয়সভিত্তিক পর্যায়ে হয়েছিল নারী সাফ। সেবার বাংলাদেশ চ্যাম্পিয়ন। এরপর কখনো অনূর্ধ্ব-১৯, কখনো অনূর্ধ্ব-২০ পর্যায়ে অনুষ্ঠিত টুর্নামেন্টে ভারত দুইবার চ্যাম্পিয়ন আর একবার রানার্সআপ তারা।

বাংলাদেশ ম্যাচের সূচি

তারিখ ম্যাচ সময়

১১ জুলাই বাংলাদেশ-শ্রীলঙ্কা বেলা ৩টা

১৩ জুলাই বাংলাদেশ-নেপাল সন্ধ্যা ৭টা

১৫ জুলাই বাংলাদেশ-ভুটান বেলা ৩টা

১৭ জুলাই বাংলাদেশ-ভুটান সন্ধ্যা ৭টা

১৯ জুলাই বাংলাদেশ-শ্রীলঙ্কা সন্ধ্যা ৭টা

২১ জুলাই বাংলাদেশ-নেপাল সন্ধ্যা ৭টা

(সব ম্যাচের ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনা)

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

গ্লোবাল সুপার লিগে অবশেষে দল পেলেন সাকিব

বাজে শটে আউট মিরাজ, চাপে বাংলাদেশ

বাংলাদেশকে বিশ্বকাপ মঞ্চে দেখতে চান অধিনায়ক

মারা গেছেন লিভারপুল তারকা দিয়াগো জোতা

স্ত্রীর সঙ্গে ঝামেলার কারণে জরিমানা আরও বাড়তে পারে শামির

প্রথম ওয়ানডের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।